World Cup: এবার বিশ্বকাপ সেমিফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হল ভারতের

বৃহস্পতিবার জুনিয়র হকি বিশ্বকাপের (World Cup) সেমিফাইনালে হারল ভারতীয় দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে জার্মানি ৪-১ গোলে পরাজিত করে। এবার এই টুর্নামেন্টের ব্রোঞ্জ মেডেলের জন্য স্পেনের…

India's Junior Hockey Team

বৃহস্পতিবার জুনিয়র হকি বিশ্বকাপের (World Cup) সেমিফাইনালে হারল ভারতীয় দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে জার্মানি ৪-১ গোলে পরাজিত করে। এবার এই টুর্নামেন্টের ব্রোঞ্জ মেডেলের জন্য স্পেনের মুখোমুখি হবে ভারতীয় দল। ম্যাচে এক বা দুটি নয়, ১২টি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। আশ্চর্যজনক যে একটি পেনাল্টি কর্নারও গোলে রূপান্তরিত হয়নি। তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ করল জার্মানি।

ব্রোঞ্জ পদকের জন্য শনিবার স্পেনের মুখোমুখি হতে হবে ভারতীয় দলকে। অপর সেমিফাইনালে স্পেনকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ছয়বারের চ্যাম্পিয়ন জার্মানি ম্যাচে দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল এবং দুটি থেকেই গোলই হয়েছিল। আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-৩ গোলের চমকপ্রদ জয় পাওয়া ভারতীয় দল সেমিফাইনালে সেই গতি ধরে রাখতে পারেনি। কোয়ার্টার ফাইনালে দুই গোলে পিছিয়ে থাকার পর ফিরে এসেছিল ভারতীয় দল। সেমিফাইনালে জার্মানির শক্তিশালী রক্ষণের বিরুদ্ধে দাঁত ফোঁটাতে পারেনি টিম ইন্ডিয়া।

জার্মানি চারটি কোয়ার্টারে একটি করে গোল করে এবং ভারতের একমাত্র গোলটি করেন চিরমাকো সুদীপ। জার্মানির হয়ে ৮ মিনিটে ফিল্ড গোল ও ৩০ মিনিটে পেনাল্টি কর্নারে গোল করেন হেসবাচ বেন। ৪১তম মিনিটে পেনাল্টি কর্নারে গোল করেন গ্লেন্ড পল। স্পারলিং ফ্লোরিয়ান চূড়ান্ত হুইসেলের ২ মিনিট আগে ফিল্ড গোল করে ৪-১ গোলে জয় নিশ্চিত করেন।

প্রথম কোয়ার্টারে ম্যাচ সমতায় ফেরে হেসবাচ, ৩ মিনিট পর চিরমাকো গোল করে ভারতকে সমতায় ফেরান। প্রথম কোয়ার্টারে ৪টি পেনাল্টি কর্নার পায় ভারত। এরপর পরের কোয়ার্টারে পাওয়া ৬টি পেনাল্টি কর্নারও বৃথা যায়।