Vinesh Phogat : ফুটপাথে কাটিয়েছেন রাত, সিস্টেমের বিরুদ্ধে করেছেন প্রতিবাদ! প্যারিসে ইতিহাসের দোরগোড়ায় ভিনেশ ফোগত

ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত ইতিমধ্যেই ইতিহাস কায়েম করে ফেলেছেন। প্যারিস অলিম্পিকে তিনি ফ্রি-স্টাইল কুস্তি ইভেন্টে সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। প্রসঙ্গত এই…

Vinesh Phogat

ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত ইতিমধ্যেই ইতিহাস কায়েম করে ফেলেছেন। প্যারিস অলিম্পিকে তিনি ফ্রি-স্টাইল কুস্তি ইভেন্টে সেমি ফাইনালের যোগ্যতা অর্জন করে ফেলেছেন। প্রসঙ্গত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি ইউক্রেনের ওকসানা লিবাচকে ৭-৫ ব্যবধানে পরাস্ত করেছেন। এবারের টুর্নামেন্টে ভিনেশ ফোগত ৫০ কিলোগ্রাম ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছেন। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট ভিনেশের অলিম্পিক টুর্নামেন্টে পদক জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। এবার সেমি ফাইনাল ম্যাচে কিউবার মহিলা কুস্তিগীর ইউস্লেনিস গুজমান লোপেজের বিরুদ্ধে তাঁকে খেলতে হবে।

ভারতীয় মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনে অভিযুক্ত তথা ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনে একসময় নেতৃত্ব দিয়েছিলেন ভিনেশ ফোগত। এবার তিনি প্যারিস অলিম্পিকে এক নয়া ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। সিস্টেমের বিরুদ্ধে এই আন্দোলন করতে গিয়ে তাঁকে রাতের পর রাত ফুটপাথে বিনিদ্র অবস্থায় কাটাতে হয়েছে। ইতিপূর্বে কোয়ার্টার ফাইনালের রাস্তা মসৃণ করতে তিনি উই সুসাকিকে পরাস্ত করেন। শেষ ১৬-র ম্যাচে তিনি ৩-২ ব্যবধানে সুসাকিকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালের আসন পাকা করেন। এই নিয়ে ভিনেশ ফোগত তৃতীয়বার অলিম্পিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

   

১৯৯৪ সালের ২৫ অগস্ট হরিয়ানায় জন্মগ্রহণ করেন ভিনেশ ফোগত। ইতিমধ্যে তিনি প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসাবে কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমসে সোনার পদক জয় করেছেন। ২০১৯ সালে ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে তিনি লরিয়ল ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলেন। ২০২৩ সালে তিনি বিজেপি সাংসদ বৃজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলন করেন। অভিযোগ ছিল, ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতন করতেন। এবার অলিম্পিক টুর্নামেন্টে পদক জয় করে দেশের সম্মান বাড়াতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।