Women’s Hockey: সহ-অধিনায়ক হিসেবে দলে ফিরলেন বন্দনা

প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থতা কাটিয়ে উঠে সবিতা পুনিয়ার নেতৃত্বে ২৪ সদস্যের ভারতীয় মহিলা হকি (Women’s Hockey) দল আসন্ন এফআইএইচ প্রো লীগের ম্যাচে নতুন করে…

Vandana Kataria

প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনে ব্যর্থতা কাটিয়ে উঠে সবিতা পুনিয়ার নেতৃত্বে ২৪ সদস্যের ভারতীয় মহিলা হকি (Women’s Hockey) দল আসন্ন এফআইএইচ প্রো লীগের ম্যাচে নতুন করে শুরু করতে চাইবে। চোট কাটিয়ে সহ-অধিনায়ক পদে দলে ফিরেছেন উত্তরাখণ্ডের বন্দনা কাটারিয়া। এই চোটের কারণে চলতি মাসের শুরুতে রাঁচিতে অলিম্পিক কোয়ালিফায়ারে খেলতে পারেননি তিনি।

রাঁচিতে ভারতীয় দলের হতাশাজনক পারফরম্যান্স করে অলিম্পিকের টিকিট মিস করেছে টিম ইন্ডিয়া। টোকিও অলিম্পিকে দলটি চতুর্থ স্থান অর্জন করেছিল। প্রো লীগের ভুবনেশ্বর সংস্করণ ৩-৯ ফেব্রুয়ারি এবং রাউরকেলা সংস্করণ ১২-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আমেরিকা, নেদারল্যান্ডস, চিন ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। ভারত ৩ ফেব্রুয়ারি বর্তমান এশিয়াড চ্যাম্পিয়ন চীনের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে।

   

স্কোয়াড
গোলরক্ষক: সবিতা (অধিনায়ক), বিচু দেবী খড়িবাম
ডিফেন্ডার: গুরজিৎ কৌর, নিক্কি প্রধান, উদিতা, ঈশিকা চৌধুরী, মনিকা, জ্যোতি ছত্রী
মিডফিল্ডার: নিশা, বৈষ্ণবী বিট্ঠল ফালকে, নেহা, নবনীত কৌর, সালিমা টেটে, সোনিকা, জ্যোতি, বলজিৎ কৌর, সুনেলিতা টোপ্পো।
ফরোয়ার্ড: মুমতাজ খান, বিউটি ডুংডুং, লালরেমসিয়ামি, সঙ্গীতা কুমারী, দীপিকা, বন্দনা কাটারিয়া (সহ-অধিনায়ক), শর্মিলা দেবী।

Advertisements

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News