Indian Super League: ফের কেরালা বধ করতে তৈরি রয় কৃষ্ণা ব্রিগেড

কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি আরেক প্রধান মহামেডান স্পোটিংয়ের কাছে ও সুপার কাপ খেলার সুযোগ পাবে। সেইমতো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশকিছু দল। তবে পিছিয়ে নেই রয় কৃষ্ণার বর্তমান দল বেঙ্গালুরু এফসি।

roy krishna bengaluru fc

এই মুহূর্তে একেবারে শেষের দিকে হিরো ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League)। বর্তমানে সেমিফাইনালের প্রথম লেগ শেষ করে দ্বিতীয় লেগের খেলা শুরু করবে দল গুলি। কিন্তু এখানেই শেষ নয়। আগামী এপ্রিল মাসের প্রথম থেকেই শুরু হতে চলেছে গোটা দেশের সবচেয়ে বড় কাপ টুর্নামেন্ট। সুপার কাপ। সেই নিয়ে দিন কয়েক আগেই ঘোষনা করেছিল ভারতীয় ফুটবল ফেডারেশন।

বলা হয়েছিল, কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পাশাপাশি আরেক প্রধান মহামেডান স্পোটিংয়ের কাছে ও সুপার কাপ খেলার সুযোগ পাবে। সেইমতো এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বেশকিছু দল। তবে পিছিয়ে নেই রয় কৃষ্ণার বর্তমান দল বেঙ্গালুরু এফসি। এবারের সুপার কাপে ফের বাজিমাত করতে তৈরি সুনীল ছেত্রীর বেঙ্গালুরু।

   

আজ নিজেদের ট্যুইটারে সুপার কাপের গ্রুপ সম্পর্কিত একটি পোস্ট আপলোড করা হয়। সেখানে দেখা যাচ্ছে এবছর গ্রুপ ‘এ’তে রয়েছে বেঙ্গালুরু। সেই গ্রুপ স্টেজে এবার তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে, আই লিগ জয়ী দল রাউন্ড গ্লাস পাঞ্জাব, ও কেরালা ব্লাস্টার্স সহ কাপের যোগ্যতা অর্জনকারী একটি দল। যা নিয়ে এখন থেকেই উন্মাদনা চরমে দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। সুপার কাপের সেই নির্ধারিত সূচি অনুসারে প্রথমে যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে ই নিজেদের অভিযান শুরু করবে সুনীলরা। এরপরে ১২ ই এপ্রিল এবারের আই লিগ চ্যাম্পিয়ন রাউন্ড গ্লাস পাঞ্জাবের সঙ্গে দ্বিতীয় ম্যাচ। তারপরে আগামী ১৬ ই এপ্রিল কোজিকোরে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে সাইমনের দল।

উল্লেখ্য, এবারের আইএসএলের নক আউট পর্বে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে একটি ফ্রি কিক তোলেন সুনীল ছেত্রী। বল চলে যায় বিপক্ষের জালে। তবে সেই গোল নিয়েই তৈরি হয় যাবতীয় বিতর্ক। কেরল ফুটবলাররা গোল বাতিলের দাবি জানালে ও সেই কথায় কান দেননি সেদিনের রেফারি। যারফলে, কোচের নির্দেশ পেয়ে ম্যাচ বাকি রেখেই মাঠ থেকে উঠে যায় গোটা কেরালা টিম। পরবর্তীতে আইএসএলের ম্যাচ কমিশনারের তরফ থেকে কেরালা কে পুনরায় দল নামানোর কথা বলা হলেও তাতে রাজে হয়নি কেউ। যারফলে প্রতিপক্ষের জন্য আধঘন্টা অপেক্ষা করে বেঙ্গালুরু কে জয়ী ঘোষণা করেন ম্যাচ রেফারি।

যা নিয়ে তুমুল তরজা দেখা দেয় ভারতীয় ফুটবলে। তবে এখনো পর্যন্ত সেরকম কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বেঙ্গালুরুর বিপক্ষে। যারফলে, এবারের আইএসএলে মুম্বাই সিটি এফসির বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগ ও খেলে ফেলে তারা। আগামী ১২ তারিখ পরবর্তী সেমিফাইনাল খেলবে সুনীল ছেত্রীরা। যা কিছুতেই মেনে নিতে পারছে না কেরল সমর্থকরা। তারমধ্যে ফের সুপার কাপে বেঙ্গালুরুর মুখোমুখি হতে হবে কেরালা ব্লাস্টার্সের ফুটবলারদের। এবার কি বদলা নেবে কেরালা? এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন