জনি কাউকোর দেশের ক্লাবে যোগ দিলেন ISL-এ খেলা ফুটবলার

harry sawyer

ইন্ডিয়ান সুপার লীগে খেলা Harry Sawyer নতুন ক্লাবে সুযোগ পেয়েছেন৷ অস্ট্রেলিয়ান ফুটবলে গোল্ডেন বুট পাওয়া এই স্ট্রাইকার এবার পারি দিলেন ফিনল্যান্ডে।

ভারতে খেলে যাওয়া অন্যতম কম বয়সী প্রতিভাবান বিদেশি ফুটবলারদের মধ্যে পরিগণিত হবে Harry Sawyer এর নাম। জামশেদপুর এফসি তাকে নিয়ে এসেছিল ভারতে। ইন্ডিয়ান সুপার লীগে খেলেছিলেন ধারাবাহিকভাবে ।

   

তবে অস্ট্রেলিয়ার মাঠে একের পর এক গোল করা হ্যারি ইস্পাত নগরীর ক্লাবের জার্সিতে ছিলেন নিষ্প্রভ। ২২ ম্যাচে মাত্র ৫ গোল করতে পেরেছিলেন। ২৬ বছর বয়সী এই ফুটবলারের কেরিয়ারের দিকে তাকালে বোঝা যাবে, ক্লাব পিছু ম্যাচ এবং গোল করার নিরিখে ভারতেই সবথেকে খারাপ সময় কাটিয়েছেন Harry Sawyer।

সব ফুটবলার যে সব ক্লাবে ভালো খেলবেন এমনটা সব সময় হয় না। জামশেদপুর এফসিতেই এমন উদাহরণ রয়েছে। ইস্টবেঙ্গলের জার্সিতে ড্যানিয়েল চিমা চুকু একেবারে ফ্লপ ছিলেন। কিন্তু দল বদলে জামশেদপুর যাওয়ার পরেই খুঁজে পেয়েছিলেন নিজের গোল করার বুট জোড়া। হ্যারি জামশেদপুর থেকে পারি দিয়েছেন ফিনল্যান্ডে। সেখানকার ক্লাব Vaasan Palloseura তে যোগ দিয়েছেন তিনি। ইতিমধ্যে নতুন দলের জার্সি নিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷

ভারতীয় ফুটবলে ফিনল্যান্ড দেশটির নাম অতীতে প্রায় শোনা যেত না বললেই চলে। সম্প্রতি ইন্ডিয়ান সুপার লীগের এক ফুটবলারের সৌজন্যে একাধিকবার উচ্চারিত হয়েছে এই দেশটির নাম। তিনি এটিকে মোহন বাগানে খেলা জনি কাউকো। তার দেশের ক্লাবে যোগ দিলেন জামশেদপুর ফেরত Harry Sawyer।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন