Mohun Bagan SG: কাজ চলছে তলে তলে, তবে ফোকাসে এখন শুধুই ISL ট্রফি

Mohun Bagan SG

ভারতের বেশিরভাগ ক্লাবের জন্য শেষ হয়েছে এবারের মরসুম। চারটি ক্লাব এখনও লড়াই করছে ইন্ডিয়ান সুপার লিগ (Indian Super League) ট্রফি জেতার জন্য। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG) এই চারটি ক্লাবের মধ্যে অন্যতম। আগামী মরসুমের কথা আপাতত পাশে রেখে সবুজ মেরুন ব্রিগেডের ফোকাসে আইএসএল ট্রফি।

Advertisements

আরও পড়ুন: KKR vs LSG: সবুজ মেরুন জার্সিতে অভিষেক হল ক্যারিবিয়ান তারকার

পরের মরসুমে দল গঠন কেমন হবে সে ব্যাপারে ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে। এবারের লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই সুবাদে আগামী মরসুমেও এশিয়ান টুর্নামেন্ট খেলবে দল। এটা নিশ্চিত যে নতুন মুখ দেখা যাবে স্কোয়াডে।

দল গঠনের কাজ মোহনবাগান ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ট্রান্সফার মার্কেট শুরু হওয়ার আগে সবুজ মেরুন কর্তারা তলে তলে কাজ অনেক দূর এগিয়ে রাখছেন বলে মনে করা হচ্ছে। তবে মরসুমের দল গঠন নিয়ে এখনই হইচই করতে চাইছে না ক্লাব। কারণ দল এখনও রয়েছে ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-এর খেতাব জয় করার দৌড়ে।

Advertisements

আরও পড়ুন: Copa America: ইসরায়েল খেলবে কোপা আমেরিকা? চূড়ান্ত হল সই

স্কোয়াডের সমস্ত ফুটবলারদের ফোকাস ধরে রাখতে বধ্যপরিকর হেড কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস। লিগ শিল্ড জেতার পর ছেলেদের সেভাবে উৎসব-ও তিনি করতে দেননি। দল গঠন সংক্রান্ত কথাবার্তা প্রকাশ্যে এলেও ফুটবলারদের ফোকাস নড়ে যেতে পারে। দল বদলের বাজারে অনেক গুজব ময়দানে শোনা যায়। জল্পনা অনুযায়ী মোহনবাগান সুপায় জায়ান্টের বর্তমান দল থেকে একাধিক ফুটবলারকে ফুটবলারকে বিদায় জানানো হতে পারে। তবে সেটা এখনই নয় । আপাতত ফোকাসে শুধুই ইন্ডিয়ান সুপার লিগ ট্রফি।