Indian Super League: দুর্বল পঞ্জাবের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

দাপুটে পারফরম্যান্স করেও এবার জয় এলোনা মশাল ব্রিগেডের। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে এবারের ইন্ডিয়ান সুপার…

East Bengal Punjab FC

দাপুটে পারফরম্যান্স করেও এবার জয় এলোনা মশাল ব্রিগেডের। যারফলে, পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। পূর্ব নির্ধারিত সূচী অনুসারে এবারের ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) নয়া ফুটবল দল পঞ্জাব এফসির মুখোমুখি হতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে (East Bengal vs. Punjab FC)। নির্ধারিত সময়ের শেষে গোলশূন্য থাকে ম্যাচের ফলাফল। যা নিয়ে হতাশ সকলেই। গত ম্যাচে ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স করে জয় পাওয়ার সুবাদে আজ শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছিল ময়দানের এই প্রধান। কিন্তু গোটা ম্যাচ জুড়ে দাপিয়ে খেললেও গোলের অভাব ব্যাপকভাবে ভুগিয়ে গেল তাদের।

আরও পড়ুন: Mumbai City FC: মুম্বই সিটির দায়িত্ব পেয়েই চ্যালেঞ্জ নিলেন নয়া কোচ ক্র্যাটকি

   

উল্লেখ্য, ম্যাচ জুড়ে দাপিয়ে খেলার পাশাপাশি প্রতিপক্ষের রক্ষনভাগে ও সময় বিশেষে কাঁপুনি ধরিয়ে দিতে দেখা গিয়েছিল মহেশদের। কিন্তু গোলের অভাব যথেষ্ট ভোগালো সকলকে। মাঝে একবার দলের ফুটবলারদের তরফ থেকে কিন্তু তাতে কর্নপাত করেননি ম্যাচ রেফারি। নাহলে হয়ত বদলাতে পারত ম্যাচের পরিস্থিতি। 

আরও পড়ুন:  Letter Against Referee: রেফারি ক্রিস্টাল জনের বিরুদ্ধে মোহনবাগানের চিঠি!

তবে পরবর্তী সময় প্রতিপক্ষ দলের অভেদ্য ডিফেন্সে সম্পূর্ণ ভোঁতা হয়ে গিয়েছিল কুয়াদ্রাতের আপফ্রন্ট। যার দরুণ মিস পাসের পাশাপাশি পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হল তাদের। বর্তমানে আট ম্যাচে নয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয় নম্বরে স্থান পেলেও তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে বেনোলিকের নর্থইস্ট।

আগামী ১৬ই ডিসেম্বর আইএসএলে অন্যতম শক্তিশালী দল মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। দলের বর্তমান পারফরম্যান্সের নিরিখে এই ম্যাচের জন্য কার্যত বুকে হাত দিয়ে খেলা দেখতে বসতে হতে পারে লাল-হলুদ সমর্থকদের।