David Lalhlansanga: ইস্টবেঙ্গলে আসতেই কপাল খুলল ভারতীয় স্ট্রাইকারের!

বড় সুযোগ পেয়ে যেতে পারেন ডেভিড (David Lalhlansanga)। ভারতীয় শিবিরের জন্য সম্ভাব্য ২৬ জনের তালিকা তৈরি করেছেন ইগোর স্টিম্যাচ। সেখানে ডেভিডের নাম রয়েছে। নতুন মরসুমে…

David Lalhlansanga

বড় সুযোগ পেয়ে যেতে পারেন ডেভিড (David Lalhlansanga)। ভারতীয় শিবিরের জন্য সম্ভাব্য ২৬ জনের তালিকা তৈরি করেছেন ইগোর স্টিম্যাচ। সেখানে ডেভিডের নাম রয়েছে। নতুন মরসুমে তিনি খেলতে পারেন ইস্টবেঙ্গলের হয়ে।

টিম ইন্ডিয়ার প্রাথমিক স্কোয়াড বেছে নিয়েছেন ইগোর স্টিম্যাচ। এবারের প্রাথমিক তালিকায় রয়েছে নতুনত্ব। আই লিগ খেলা একাধিক ফুটবলারকে ডাকা হয়েছে জাতীয় দলের শিবিরে। শিবির হবে ওড়িশার ভুবনেশ্বরে। আই লিগ খেলা চার ফুটবলারকে দেওয়া হয়েছে সুযোগ। মোহনবাগান সুপার জায়ান্ট ও মুম্বই সিটি এফসির ফুটবলারদের আপাতত এই তালিকার বাইরে রাখা হয়েছে। চূড়ান্ত তালিকায় কিছু বদল আশা করা হচ্ছে। আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে ক্যাম্প। চলবে চার সপ্তাহ।

   

ডেভিড মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে প্রচুর গোল করেছিলেন ঘরোয়া মরসুমে। তারপর ইস্টবেঙ্গল তাঁকে নিশ্চিত করেছে বলে জানা গিয়েছে। ডেভিড ছাড়াও আই লিগ থেকে সুযোগ পেয়েছেন মুহাম্মদ হাম্মাদ, এডমন্ড লালরিন্ডিকা, লালরিনজুয়ালা।

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৬ সদস্যের সম্ভাব্য তালিকা:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং
ডিফেন্ডার: নিখিল পূজারি, রোশন সিং নওরেম, লালচুংগুঙ্গা, অমেয় গণেশ রানাওয়াদে, নরেন্দর, মুহাম্মদ হাম্মাদ, জয় গুপ্ত
মিডফিল্ডার: ব্র্যান্ডন ফার্নান্দেজ, মহম্মদ ইয়াসির, এডমন্ড লালরিন্ডিকা, ইমরান খান, জেক্সন সিং, ভিবিন মোহনন, রাহুল কান্নলি প্রবীণ, মহেশ সিং নওরেম, সুরেশ সিং ওয়াংজাম, নন্দকুমার শেখর, আইসাক
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, রহিম আলী, জিথিন এমএস, ডেভিড লালহলানসাং, পার্থিব গগৈ, লালরিনজুয়ালা।