Indian team: ইন্টারকন্টিনেন্টাল টুর্নামেন্টের জন্য কারা সুযোগ পেলেন ভারতীয় দলে?

নির্ধারিত সূচি অনুসারে আগামী ৯ জুন থেকে ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল ফুটবল টুর্নামেন্ট (Intercontinental Tournament)।

Indian Team Selection for Intercontinental Tournament Announced

নির্ধারিত সূচি অনুসারে আগামী ৯ জুন থেকে ওডিশার ভুবনেশ্বরে আয়োজিত হতে চলেছে ইন্টারকন্টিনেন্টাল ফুটবল টুর্নামেন্ট (Intercontinental Tournament)। যা চলবে আগামী ১৮ জুন পর্যন্ত। সেখানে ভারতীয় দলের (Indian team) পাশাপাশি অংশ নিতে চলেছে লেবানন, মাঙ্গোলিয়া ও ভানুয়াতুর মতো দেশ।

বলাবাহুল্য, গত ২০১৯ সালের পর এবার তৃতীয় সংস্করন হিসেবে আত্মপ্রকাশ করতে এবারের এই ফুটবল টুর্নামেন্ট। আগের কয়েকটি মরশুমে ভারতের অন্যতম দুই জনপ্রিয় শহর মুম্বাই ও আমেদাবাদে আয়োজিত হলেও এবার সোজা ওডিশায় এই কাপ আয়োজন করতে চলেছে ভারতীয় ফুটবল ফেডারেশন।

   

সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার এই ইন্টারকন্টিনেন্টাল কাপের অনুশীলনের জন্য মোট ৪১ জন খেলোয়াড়রের জাতীয় শিবিরের কথা ঘোষনা করেছেন দলের কোচ ইগর স্টিমাচ। জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী ১৫ই মে থেকেই ভুবনেশ্বরের বুকে জাতীয় শিবির শুরু করা হবে। এক্ষেত্রে টুর্নামেন্টে থাকা মাঙ্গোলিয়া ও ভানুয়াতু ভারতের কাছে কিছুটা সহজ প্রতিপক্ষ হলেও ফিফা তালিকা অনুযায়ী লেবানন বেশকিছুটা কঠিন প্রতিপক্ষ হয়ে উঠতে পারে ভারতের কাছে। তাছাড়া আগামী বছর কাতারের বুকে এএফসি এশিয়ান কাপের মতো টুর্নামেন্ট থাকায় তার আগে এই টুর্নামেন্ট কে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন সুনীল ছেত্রীরা।

এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতীয় দলের সেই ৪১ জন তারকা ফুটবলারের নাম। এক্ষেত্রে তিন কাঠি সামলানোর জন্য ডাকা হয়েছে সবুজ-মেরুন তারকা বিশাল কাইথ, বেঙ্গালুরু এফসির তারকা গুরপ্রীত সিং সিন্ধু, ফুরবা লাচেনপা ও অমরিন্দর সিং। পাশাপাশি রক্ষন ভাগের থেকে ডাকা হয়েছে, প্রীতম কোটাল, সন্দেশ ঝিঙ্গান, আশিষ রাই, আনোয়ার আলি, শুভাশিষ বোস, মেহতাব সিং, গ্লেন মার্টিনস, আকাশ মিশ্রা, রোসন সিং, কনসাম, নরেন্দ্র, ও মুম্বাই সিটির রাহুল ভেকে।

মাঝমাঠের ফুটবলারদের মধ্যে ডাক পেয়েছেন যথাক্রমে, রোহিত কুমার, উদান্তা সিং, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ন, ঋত্বিক দাস, সুরেশ সিং, নাওরেম মহেশ সিং, অনিরুদ্ধ থাপা, ইয়াসির মহম্মদ, জেকসন সিং, নিখিল পূজারি, সাহাল আব্দুল সামাদ, জেকসন সিং, রাহুল, রালটে, ছাংতে, রাওলিন বর্জেস, বিপিন সিং, জেরি, নন্দকুমার ও বিক্রম প্রতাপ সিং। একইভাবে ফরোয়ার্ড লাইন সামলানোর জন্য ডাক পেয়েছেন, সুনীল ছেত্রী, ইশান পন্ডিতা, রহিম আলি, মনবীর সিং ও শিব শক্তি।