জাপান ওপেন (Japan Open) সুপার ৭৫০ ব্যাডমিন্টন (Super 750 Tournament) প্রতিযোগিতায় ভারতের দুইবারের অলিম্পিক পদকজয়ী শাটলার (Indian Shuttler) পিভি সিন্ধুর (PV Sindhu) দুর্ভাগ্য অব্যাহত থাকল। বুধবার, প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই কোরিয়ার সিম ইউ জিন’র কাছে সরাসরি সেটে ১৫-২১, ১৪-২১ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন সিন্ধু। চলতি বছরে এটি সিন্ধুর পঞ্চম প্রথম রাউন্ডে হার, যা তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছে।
৩০ বছর বয়সী ভারতীয় শাটলার শুরু থেকেই কিছুটা বিশৃঙ্খল এবং আত্মবিশ্বাসহীন মনে হচ্ছিলেন। শটের দৈর্ঘ্য বুঝতে গিয়ে বারবার ভুল করেছেন তিনি। যদিও প্রথম গেমে মাঝেমধ্যে কিছুটা লড়াই করেছিলেন, তবুও সিম ইউ জিন নিজের নিয়ন্ত্রণে রেখে ম্যাচটি শেষ করেন মাত্র ৪২ মিনিটে। দ্বিতীয় গেমে সিন্ধু ১-৬ ব্যবধানে পিছিয়ে পড়েন। যদিও ১১-১১ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করেন, তবে কোরিয়ান তারকাকে আটকাতে পারেননি।
চতুর্থ টেস্টে ইংল্যান্ডের দলে চমক! প্রকাশ্যে ম্যাঞ্চেস্টার টেস্টের নতুন মুখ
অন্যদিকে, ভারতীয় পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি (Satwik-Chirag) দুর্দান্ত ফর্মে রয়েছেন। তারা কোরিয়ার কাং মিন হিউক ও কিম ডং জু জুটিকে ২১-১৮, ২১-১০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। প্রথম গেমে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দ্বিতীয় গেমে ভারতীয় জুটি সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে ম্যাচ শেষ করেন। বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫তম স্থানে থাকা সাত্বিক-চিরাগ জুটি এদিন অত্যন্ত ছন্দে খেলেছেন।
এছাড়াও, ভারতের পুরুষ এককের তারকা লক্ষ্য সেন (Lakshya Sen) আশানুরূপ ফল দিয়েছেন। তিনি চীনের ওয়াং ঝেং জিং-কে ২১-১১, ২১-১৮ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। চলতি মরসুমেন লক্ষ্য সেন একাধিক প্রথম রাউন্ডে হারলেও, এদিন তার মধ্যে পুরনো আত্মবিশ্বাস দেখা যায়। প্রথম গেমে ১১-২ ব্যবধানে এগিয়ে থেকে তিনি গেমটি সহজেই জিতে নেন। দ্বিতীয় গেমে চীনা খেলোয়াড় কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেও লক্ষ্য তার গতি ও একাগ্রতা বজায় রেখে ম্যাচটি জয় করেন।
Mixed day for Indian badminton at the #JapanOpen2025 ! PV Sindhu bows out early after an error-ridden performance against Sim Yu Jin. Lakshya Sen dominates his opener with clinical precision. Satwik-Chirag powered through their Round 1 with sharp teamwork and smashes! #PVSindhu pic.twitter.com/J20VJMyNuO
— SGT Times (@SGTTimes) July 16, 2025
দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য সেনের প্রতিপক্ষ হবেন টুর্নামেন্টের সপ্তম বাছাই ও স্বাগতিক খেলোয়াড় কোদাই নারাওকা। কঠিন এই ম্যাচে লক্ষ্য সেনের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতীয় শিবিরে সিন্ধুর পরাজয় কিছুটা হতাশা তৈরি করলেও সাত্বিক-চিরাগ ও লক্ষ্য সেনের জয়ে আশার আলো দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, তারা কতদূর এগোতে পারেন এই সুপার ৭৫০ টুর্নামেন্টে।
Indian Shuttler PV Sindhu bows out where Satwik-Chirag & Lakshya Sen reach second round of Japan Open