প্যারিস অলিম্পিক্সে (Olympic) পদকের দোরগোড়া থেকে ফিরে আসার পর থেকেই ছন্দ হারিয়ে ফেলেছিলেন ভারতের অন্যতম প্রতিভাবান শাটলার (Indian Shuttler) লক্ষ্য সেন (Lakshya Sen)। বারবার ম্যাচের মাঝে নিজেকে খুঁজে বেড়ানো, চোটের সমস্যায় জর্জরিত সময় কাটিয়েছেন দীর্ঘদিন। কিন্তু অবশেষে সেই সব হতাশা পেছনে ফেলে হংকং ওপেনে (Hong Kong Open) নিজেকে খুঁজে পেয়েছেন আলমোড়ার এই প্রবাসী বাঙালি। দুর্দান্ত ফর্মে ফিরে এসে এবার জায়গা করে নিলেন প্রতিযোগিতার সেমিফাইনালে।
India vs Pakistan : ভারত বনাম পাক ম্যাচ বিনামূল্যে কোথায় দেখবেন? রইল সম্ভাব্য একাদশ
সেমিফাইনালে ওঠার পথে লক্ষ্য সেন কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন ভারতেরই আয়ূষ শেঠিকে। কোয়ার্টারে তার খেলা ছিল দারুণ আত্মবিশ্বাসে ভরপুর। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল তাঁর চাইনিজ তাইপের শাটলার চৌ তিয়েন চেনকে হারানো ম্যাচটি। প্রায় এক ঘণ্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে লক্ষ্য জিতেছেন ২৩-২১, ২২-২০ স্কোরে। এই জয় শুধু ফাইনালের দ্বার খুলে দেয়নি, বরং জানান দিয়ে গেল লক্ষ্য আবার ফিরেছেন নিজের সেরা খেলায়।
Lakshya Sen storms into the Finals
Down 17-20 Lakshya Sen wins five consecutive points to win against Chou Tien Chen in straight games against all odds
What steel nerves shown by Lakshya
First S500+ Final after Canada Open 2023
23-21, 22-20 pic.twitter.com/bEdjtVd4bJ— Just Badminton (@BadmintonJust) September 13, 2025
এদিকে, একই প্রতিযোগিতার পুরুষ ডাবলস বিভাগেও ভারতীয়দের সাফল্য অব্যাহত। দেশের এক নম্বর ডাবলস জুটি সত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি (Satwik & Chirag) মরসুমের প্রথম ফাইনালে জায়গা করে নিলেন। সেমিফাইনালে তাঁরা কোনও রকম সুযোগ দেননি তাইওয়ানের চেন চেং কুয়ান ও লিন বিং ওয়েইকে। ম্যাচের ফল ছিল একেবারে একতরফা ২১-১৭, ২১-১৫।
Sanju Samson : পাক ম্যাচে কত নম্বরে সঞ্জু? ব্যাটিং লাইনআপ ঘোষণা কোচের!
প্রথম গেমে যদিও চেন-লিন জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল। গেমের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যবধান কমিয়ে আনেন তাঁরা। কিন্তু বিরতির পর সত্ত্বিক-চিরাগ জুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন পরপর স্ম্যাশ ও নিখুঁত নেট প্লের মাধ্যমে। দ্বিতীয় গেমে শুরু থেকেই গতি বাড়িয়ে দেন তাঁরা, ফলে প্রতিপক্ষের ভুল বেড়ে যায়। সহজেই ২১-১৫ ফলে ম্যাচ জিতে নেন ভারতীয় জুটি। ম্যাচটি শেষ হয় মাত্র ৩৮ মিনিটে।
এই জয়ের ফলে দীর্ঘদিন পর কোনও বড় ফাইনালে ফিরল সত্ত্বিক-চিরাগ জুটি। গত বছর থাইল্যান্ড ওপেনে ফাইনালে ওঠার পর এই প্রথম তাঁরা বড় মঞ্চে ট্রফির লড়াইয়ে নামবেন। উল্লেখযোগ্য যে, চলতি মরসুমে পাঁচটি প্রতিযোগিতায় সেমিফাইনালে পৌঁছেও তাঁরা ফাইনালের টিকিট কনভার্ট করতে পারেননি। এবার অবশেষে সেই রেকর্ড ভেঙে সাফল্যের মুখ দেখলেন।
India vs Pakistan : ভারত-পাক ম্যাচে অস্বাভাবিক চিত্র! ইতিহাসে প্রথমবার বড় সিদ্ধান্ত আয়োজকদের
ফাইনালে তাঁদের মুখোমুখি হতে হবে চিনের শক্তিশালী জুটি লিয়াং ওয়েই কেং ও ওয়াং চ্যাং সঙ্গে, যাঁরা গত কয়েক মরসুম ধরেই বিশ্বের অন্যতম সেরা ডাবলস জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
ভারতের দুই পুরুষ বিভাগে প্রতিনিধি যখন ফাইনালের মঞ্চে, তখন দেশের ব্যাডমিন্টনপ্রেমীদের আশাবাদী চোখ এখন হংকংয়ের দিকে। লক্ষ্য কি পারবে আবার আন্তর্জাতিক খেতাব জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে? সত্ত্বিক-চিরাগ কি তাঁদের অপেক্ষার অবসান ঘটিয়ে মরসুমের প্রথম শিরোপা তুলে ধরতে পারবেন? উত্তর দেবে আগামী ম্যাচ, তবে আপাতত ভারতীয় শিবিরে ফিরেছে খুশির হাওয়া।
Indian Shuttler Lakshya Sen reach Final in Hong Kong Open 2025