চলতি বছরটা একরকম দুঃস্বপ্নের মতোই কেটে চলেছে ভারতীয় তারকা শাটলার (Indian Shuttler) লক্ষ্য সেনের (Lakshya Sen) জন্য। একসময় বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নেওয়া তারকা এখন ফর্মহীনতার অন্ধকার গহ্বরে হোঁচট খাচ্ছেন বারবার। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫ (BWF World Championships 2025) প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন তিনি। প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর শাটলার চিনের শি ইউ কি।
ম্যাচের ফলাফল: ২১-১৭, ২১-১৯। প্যারিসের অ্যাডিডাস এরিনাতে মাত্র ৫৪ মিনিটের লড়াইয়ে হার মেনেছেন ২৪ বছর বয়সি লক্ষ্য। দুই গেমেই শির স্ট্র্যাটেজিক প্লে এবং অটল নিয়ন্ত্রণের সামনে কার্যত হার মানেন ভারতীয় শাটলার।
একসময় যাঁর হাতে ছিল বিশ্বচ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ, এশিয়ান গেমসের রুপো, টমাস কাপের সোনা, এবং বহু আন্তর্জাতিক পদক, সেই লক্ষ্যর নাম এখন খুঁজতে হচ্ছে র্যাঙ্কিং তালিকার অনেক নিচে। বর্তমানে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে। মাত্র কয়েক বছরের ব্যবধানে এমন পতন ভারতীয় ব্যাডমিন্টনের ভক্তদের জন্যও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সোমবারের ম্যাচটি ছিল শি ইউ কি এবং লক্ষ্য সেনের পঞ্চম লড়াই। এই ম্যাচ জিতে চতুর্থবারের জন্য লক্ষ্যকে হারালেন শি। তাদের শেষ সাক্ষাৎ হয়েছিল এই বছরের জুনে ইন্দোনেশিয়া ওপেনে, যেখানে শি-ই জিতেছিলেন। লক্ষ্যর একমাত্র জয় এসেছিল ২০২২ সালের এশিয়ান গেমসে, সেই জয়ই এখন স্মৃতির পাতা।
প্রথম গেমে শির সার্ভ রিটার্ন, ড্রপ শট আর নিখুঁত প্লেসমেন্ট লক্ষ্যকে চাপে ফেলে দেয়। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই করার চেষ্টা করেন লক্ষ্য, কিন্তু শেষ মুহূর্তের ভুল সিদ্ধান্ত ও অনভিপ্রেত আনফোর্সড এররের কারণে হার নিশ্চিত হয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ সময় ধরে টানা খেলার চাপ, ইনজুরি এবং মানসিক ক্লান্তি লক্ষ্যর পারফরম্যান্সে প্রভাব ফেলছে। এছাড়াও, বিশ্বের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত ম্যাচে হার তাঁকে আত্মবিশ্বাসহীন করে তুলছে বলেই মনে করছেন অনেকে।
চলতি বছর লক্ষ্যর আর বড় কোনও টুর্নামেন্টে উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই। সামনেই রয়েছে কয়েকটি আন্তর্জাতিক সিরিজ এবং প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ার রাউন্ড। সেখানে নিজেকে নতুন করে প্রমাণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমর্থকদের প্রত্যাশা, কোচিং স্টাফের মনোযোগ এবং নিজের হার না মানা মানসিকতাই লক্ষ্য সেনকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারে। কিন্তু তার আগে প্রয়োজন একটা শক্তিশালী প্রত্যাবর্তন, শুধুই কোর্টে নয়, নিজের আত্মবিশ্বাসেও।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
