আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন একাধিক ভারতীয় বংশদ্ভুত খেলোয়াড়। যার মধ্যে অন্যতম ডিলান মার্কণ্ডেয়। পুরনো নাম ডিলান কুমার মার্কণ্ডেয় (Dylan Kumar Markandey)। তার করা গোল গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেল ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন রোভার্স।
ওয়েস্ট ব্রুম অ্যালবিয়নের বিরুদ্ধে মরসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ব্ল্যাকবার্ন রোভার্স। মরসুমের প্রথম ম্যাচেই জয়। অন্যতম কারিগর ডিলান মার্কণ্ডেয়। তিনিই প্রথম গোল করে এগিয়ে দিয়েছিলেন দলকে। ডিলান গোল করার কিছুক্ষণ পর আরও একটি গোল করে উজ্জ্বীবিত ব্ল্যাকবার্ন রোভার্স। ডিলান গোল করার মিনিট দুই পর ব্যবধান দ্বিগুণ করেছিলন হ্যারি লিওনার্ড। পরে ম্যাচে ফেরত আসার চেষ্টা করেছিল ওয়েস্ট ব্রুম অ্যালবিয়ন। গোল করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত পয়েন্ট পায়নি তারা। রোভার্সের পক্ষে ম্যাচ শেষ হয় ২-১ গোল।
🎯 Two first senior goals in the space of less than two minutes!@DilanMarkanday 🤝 @HarryLeonard03#ROVvWBA | #Rovers 🔵⚪️ pic.twitter.com/PreXXgDyIo
— Blackburn Rovers (@Rovers) August 5, 2023
ডিলান মার্কণ্ডেয় বয়সে তরুণ এক ফুটবলার। ২১ বছর বয়সী উদীয়মান এই প্রতিভা খেলেন মূলত উইংয়ের দিকে। গোল করার দক্ষতা যে রয়েছে এদিনের ম্যাচেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। টটেনহ্যাম হটস্পার ফুটবল অ্যাকাডেমি থেকে ডিলানের উত্থান। পরে সিনিয়র দলে পেয়েছিলেন প্রমোশন। যদিও হ্যারি কেনদের পাশে এখনও খেলা হয়নি তার। আপাতত ব্ল্যাকবার্ন রোভার্স এর হয়ে খেলে রয়েছেন প্রচারের আলোকে।
ডিলান মার্কণ্ডেয়র জন্ম ইংল্যান্ডে। বাবা, মা ভারতীয়। মায়ের নাম দীপা এবং বাবা অরুণ মার্কণ্ডেয়। ২০১৭ সালে স্পারদের অ্যাকাডেমির সঙ্গে যুক্ত হয়েছিল ডিলান। তাকে নিয়ে আন্তর্জাতিক কাগজে একাধিকবার লেখালেখি হয়েছে। অনলাইনে খুঁজলে পাওয়া যাবে অনেক প্রতিবেদন। টটেনহ্যামের হয়ে খেলা প্রথম ব্রিটিশ এশিয়ান ফুটবলার ডিলান মার্কণ্ডেয়।