AFC Asian Cup : এশিয়ান কাপে রেফারিং করবেন ভারতীয় নৌসেনার নাবিক

৮ জুন থেকে মালয়েশিয়ায় এএফসি এশিয়ান কাপ ২০২৩ (AFC Asian Cup 2023) বাছাইপর্ব শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে দেখা যেতে পারে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে।…

AFC Asian Cup : এশিয়ান কাপে রেফারিং করবেন ভারতীয় নৌসেনার নাবিক

৮ জুন থেকে মালয়েশিয়ায় এএফসি এশিয়ান কাপ ২০২৩ (AFC Asian Cup 2023) বাছাইপর্ব শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে দেখা যেতে পারে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে। রেফারির ভূমিকায় তাঁকে মাঠে দেখা যেতে পারে।

বর্তমানে কোচিতে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুজাতাতে রয়েছেন অ্যান্টনি আব্রাহাম। তিনি ‘মাস্টার চিফ পেটি অফিসার – ফিজিক্যাল ট্রেনিং’ এর ভূমিকায় রয়েছেন বলে জানা গিয়েছে। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে অ্যান্টনি আব্রাহামকে রেফারির ভূমিকায় দেখা যেতে পারে।

নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘অ্যান্টনি আব্রাহাম মাস্টার চিফ সার্ভিসে থাকা দুই আন্তর্জাতিক রেফারির মধ্যে একজন। ২০০৫ সালে রেফারি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। ২০১২ সালে জাতীয় রেফারি এবং ২০১৫ সালে ফিফার পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।’

Advertisements

সন্তোষ কাপ, ফেডারেশন কাপ, ইন্ডিয়ান সুপার লিগ, বিশ্বকাপ বাছাইপর্ব এবং ফিফা স্বীকৃত বিভিন্ন ইভেন্টের মতো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে। ভারতে উপস্থিত ১৮ জন ফিফা যোগ্যতাসম্পন্ন রেফারির মধ্যে অ্যান্টনি আব্রাহাম অন্যতম।