চেন্নাইয়িন ছাড়তে পারেন এই ভারতীয় মিডফিল্ডার, জানুন

জয় দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসি‌কে। অ্যাওয়ে ম্যাচে এই জয় নিঃসন্দেহে…

Jiteshwor Singh Chennaiyin FC

জয় দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করেছে চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। অনায়াসেই তাঁরা আটকে দিয়েছিল সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসি‌কে। অ্যাওয়ে ম্যাচে এই জয় নিঃসন্দেহে অনেকটাই খুশি করেছিল সমর্থকদের। কিন্তু সেটা বেশিদিন বজায় থাকেনি। দ্বিতীয় ম্যাচেই তাঁরা আটকে যায় টুর্নামেন্টের নতুন দল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। যার প্রভাব পড়েছিল পরবর্তী হায়দরাবাদ ম্যাচে। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে খুব একটা সমস্যা হয়নি লুকাস বামব্রিলাদের। পরবর্তী ম্যাচ থেকেই জয়ের সরণিতে ফিরেছিল দল।

Also Read | ক্লেন্টন এবং দিমিত্রিয়সের কোন বার্তা? খুশি সমর্থকরা 

   

যেখান থেকে আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছিল দলের সকল ফুটবলারদের। তবে দক্ষিণের ডার্বিতে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হওয়ার পর টানা দুইটি ম্যাচে কলকাতা ময়দানের বাকি দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল দলকে। যারফলে পয়েন্ট টেবিলের প্রথম ছয়ের থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়ে চেন্নাইয়িন। বর্তমানে ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে এসে ঠেকেছে দক্ষিণের এই ক্লাব।

Also Read | প্রয়াত ইস্টবেঙ্গল দলের ক্রিকেটার, শোকস্তব্ধ ময়দান 

গত বছর টপ সিক্সে স্থান করে নিলেও পরবর্তীতে ছিটকে যেতে হয়েছিল গোটা দলকে। সেই হতাশা কাটিয়ে এবার প্রথম থেকে ছন্দে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। সেজন্য এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে একাধিক ফুটবলারদের দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে চেন্নাইয়িন এফসির। যেখানে বেশকিছু বিদেশি ফুটবলারদের পাশাপাশি বহু তরুণ ফুটবলারদের দিকে ও নজর রয়েছে ম্যানেজমেন্টের। তবে শুধুমাত্র ফুটবলার সই করানো নয়, শোনা যাচ্ছে দলের একাধিক ফুটবলারদের বিদায় ও জানতে পারে দক্ষিণের এই আইএসএল জয়ীরা।

Also Read | আপাতত মাঠের বাইরে রাকিপ, কবে ফিরবেন? 

যার মধ্যে ব্যাপকভাবে শোনা যাচ্ছে জিতেশ্বর সিংয়ের নাম। গত কয়েক মরসুম ধরেই চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত রয়েছেন জিতেশ্বর। ভালো পারফরম্যান্সের জন্য এই সিজনের শুরুতে তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়েছিল ম্যানেজমেন্ট। তবে ইন্ডিয়ান সুপার লিগে এখনও খুব একটা সুযোগ পাননি এই তারকা। যালফলে শোনা যাচ্ছে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে চেন্নাইয়িন ছেড়ে অন্যত্র যোগ দিতে পারেন এই ফুটবলার। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।a