নীরজ হওয়ার স্বপ্নে মজে দেশের কচিকাঁচারা

নিউজ ডেস্ক: ১৩ বছরের অপেক্ষা। অভিনব বিন্দ্রার পর আবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে ভারত। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্স থেকে…

Neeraj chopra

নিউজ ডেস্ক: ১৩ বছরের অপেক্ষা। অভিনব বিন্দ্রার পর আবার ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে ভারত। ১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিক্স থেকে দেশকে জ্যাভলিন থ্রো’তে সোনা এনে দিয়েছেন তিনি। তারপর থেকেই গোটা ভারতের কচিকাঁচাদের এখন লক্ষ্য একটাই, নীরজ চোপড়া হয়ে ওঠা। অ্যাথলেটিক্স ট্রেনিং সেন্টারগুলোতে ঢল নেমেছে ছাত্র-ছাত্রীদের।

আরও পড়ুন রেট্রো কিট; পরে মোহনবাগানে হোসে র‍্যামিরেজ ব্যারেটো

জ্যাভলিন যাঁরা শেখেন বা প্র্যাক্টিস করেন, স্টেডিয়ামে তাঁদের জন্য আলাদা সময় বরাদ্দ করা হয়। যাতে তাদের ছোঁড়া বর্শায় কোনও ভাবে কেউ আহত না হন। ফলে সাধারণত যেঁ সময় অন্যান্য খেলোয়াড়রা প্র্যাকটিস করেন না, সে সময় ট্রেনিং করানো হয় জ্যাভলিন থ্রোয়ারদের। হয় খুব ভোরে না হলে দুপুরে ট্রেনিং চলে। তাতেও কুছ পরোয়া নেহি। জ্যাভলিনের টানে হাজির হয়ে যাচ্ছে কচিকাঁচারা। 

আরও পড়ুন পুজোয় আসছে গোলন্দাজ, তার আগেই নগেন্দ্রপ্রসাদের নামে লিগ চালুর দাবি তুললেন মোহনবাগান কর্তা

এর আগে অলিম্পিক্সের মঞ্চে মিলখা সিংহ, পি টি ঊষা, অঞ্জু ববি জর্জ, বিকাশ গৌড়ার মতো ক্রীড়াবিদরা কাছে এসেও পদক জিততে পারেননি। ব্যক্তিগত ইভেন্টে একমাত্র সোনা ছিল অভিনব বিন্দ্রার কাছে। বিন্দ্রা ২০০৮ সালে বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা পান। ১৩ বছর পর ফের সেই নজির গড়েছেন নীরজ।