ট্রফি জয়ের হাতছানি, সিউ ওয়াংকে পরাজিত করার চ্যালেঞ্জ ভারতের

অনবদ্য পারফরম্যান্স বজায় রাখল ভারতীয় হকি দল (Indian hockey team)। সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির (Asian Champions Trophy) ফাইনালে শক্তিশালী কোরিয়ার মুখোমুখি হয়েছিল হরমনপ্রীত সিং’রা। শেষ…

Indian Hockey Team

অনবদ্য পারফরম্যান্স বজায় রাখল ভারতীয় হকি দল (Indian hockey team)। সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির (Asian Champions Trophy) ফাইনালে শক্তিশালী কোরিয়ার মুখোমুখি হয়েছিল হরমনপ্রীত সিং’রা। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানে আসে সাফল্য।‌ এদিন জোড়া গোল করেন হরমনপ্রীত। এছাড়াও গোল পান যথাক্রমে উত্তম সিং এবং জারমানপ্রীত সিং। যারফলে টানা ৬ ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে উঠলো দল। আর মাত্র একটা ম্যাচ। তা জিততে পারলেই ফের ট্রফি আসবে দেশের মাটিতে‌‌।

ফাইনাল ম্যাচে এবার তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী চীনের বিপক্ষে। আয়োজক দেশকে হারানো যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। তবুও সেরাটা দেওয়ার লড়াই সকলের। একদিকে যেমন গ্ৰুপের ম্যাচে কোরিয়া ও পাকিস্তানের মতো শক্তিশালী দল গুলিকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারতীয় দল, অপরদিকে ঠিক তেমনভাবেই পাকিস্তানকে ট্রাইবেকারে পরাজিত করে প্রথমবারের মতো ফাইনালের ছাড়পত্র পেয়েছে চীন।

   

ট্রাইবেকারে দক্ষ হাতে প্রতিপক্ষকে আটকে দলকে ফাইনালে তোলেন সিউ ওয়াং। ফাইনাল ম্যাচে এবার তাঁকেই আটকানোর চ্যালেঞ্জ থাকবে জারমনপ্রীতদের। অপরদিকে প্রথম ম্যাচ হারের বদলা নেওয়ার লক্ষ্য চীনের। আগামী মঙ্গলবার দুপুর ৩টে বেজে ৩০ মিনিটের মাথায় অনুষ্ঠিত হতে চলেছে ফাইনাল ম্যাচ। পরিসংখ্যান অনুযায়ী ভারত যথেষ্ট সফল দল হলেও ম্যাচের সেরা হওয়ার লক্ষ্য থাকবে চীনের।

পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্ট জুড়ে মোট ২৫টি গোল করেছে ভারতীয় ব্রিগেড। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফি জয় করেছে মোট ৪ বার। এবার সেই সংখ্যা বাড়ানোর পরিকল্পনা থাকবে সকলের।