এফসি গোয়ায় ফিরলেন এই ভারতীয় ফরোয়ার্ড, জানুন

চলতি আইএসএল মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর দ্বিতীয় ম্যাচে এগিয়ে…

Indian Forward Aaren D'Silva

চলতি আইএসএল মরসুমের শুরুটা খুব একটা ভালো ছিল না এফসি গোয়ার (FC Goa)। প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে। তারপর দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও আসেনি জয়। অমীমাংসিত ফলাফলে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। পরবর্তীতে যত সময় এগিয়েছে ততই নিজেদের পুরনো ছন্দে ধরা দিয়েছে মানোলো মার্কুয়েজের ছেলেরা। ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে জয় পাওয়ার পর মাঝে কয়েকটি ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স না আসলেও সময়ের সাথে সাথেই বদলাতে থাকে গোটা পরিস্থিতি।

শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে তাঁরা চমকে দিয়েছিল সকলকে। তারপর খুব একটা অসুবিধা হয়নি গোয়া ব্রিগেডের। আর্মান্দো সাদিকু থেকে শুরু করে বোরহা হেরেরাদের মতো ফুটবলারদের দাপটে একের পর এক ম্যাচে এসেছে জয়। সেই সুবাদেই ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে এফসি গোয়া শিবির। আগামী শনিবার অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে খেলতে নামবে জয় গুপ্তারা। গত মোহনবাগান ম্যাচের পর এই ম্যাচে ও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া আইএসএলের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে আরও কিছুটা এগিয়ে যাবে সাদিকুরা।

   

তবে শুধুমাত্র ভালো ফুটবল খেলাই নয়। দলের পারফরম্যান্সকে গুরুত্ব দিয়ে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের মধ্যে বেশকিছু বদল আনতে মরিয়া ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বর্তমান কোচ মানোলো মার্কুয়েজের নির্দেশ মেনেই এবার আরেন ডি’ সিলভাকে দলে ফিরিয়েছে গোয়া ব্রিগেড। বলাবাহুল্য, গত ২০১৭-২০১৮ মরসুমে গোয়ার যুব দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এই ভারতীয় ফরোয়ার্ড। পরবর্তীতে সেখান থেকেই ভালো পারফরম্যান্সের দরুন সুযোগ করে নিয়েছিলেন সিনিয়র দলে। খেলেছিলেন একাধিক ফুটবল ম্যাচ।‌ সেখান থেকেই পরবর্তীতে চলে গিয়েছিলেন হায়দরাবাদ এফসিতে।

এবার তাঁকেই ফিরিয়ে এনেছে দল। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইটে সেই কথাই প্রকাশ করে এফসি গোয়া। নিজের পুরনো ক্লাবে ফিরে আসতে পারে এই তারকা বলেন, ” এটি শুধু আমার হোমটাউন ক্লাব নয়। এটি ভারতের সবচেয়ে বড় দলগুলির মধ্যে একটি। আইএসএল শুরু হওয়ার পর থেকে আমি ক্লাবের একজন সমর্থক হয়ে গেছি। পাশাপাশি এই দলের জার্সি আবার পরতে পারাটা আমার কাছে অনেক সৌভাগ্যের বিষয়। আমি সবসময় নিজের দলের হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করবো”।