HomeSports NewsICC Champions Trophy : ভারতীয় দল যাচ্ছে না পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিল...

ICC Champions Trophy : ভারতীয় দল যাচ্ছে না পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

- Advertisement -

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) পাকিস্তানে (Pakistan) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) খেলতে যাওয়া নিয়ে চলছে তীব্র আলোচনা। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে (Indian Foreign Ministry) শুক্রবার একটি বড় ঘোষণা আসে, যেখানে জানানো হয় যে, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যাবে না। এর পেছনে মূল কারণ হিসেবে সেদেশের নিরাপত্তা পরিস্থিতি উঠে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেন, “ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ খেলতে পাকিস্তান যাচ্ছে না, সেখানের নিরাপত্তার পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

Indian Football Team : এএফসি এশিয়ান কাপে ভারতের ভাগ্যে কোন পট? জানুন

   

এটি নতুন কোনো বিষয় নয়, এর আগেও ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) জানিয়েছিল যে, পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি তারা ভারতীয় সরকারের কাছ থেকে পায়নি। পাকিস্তানে নিরাপত্তা নিয়ে একাধিক উদ্বেগ প্রকাশ করেছে ভারত, এবং সেক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। এই পরিস্থিতি থেকে সেখানকার ক্রিকেট বোর্ড ও দুই দেশের ক্রিকেট মহলের মধ্যে উত্তপ্ত বাক্যযুদ্ধও চলছে।

অ্যাডিলেড টেস্টের আগে বিরাটকে নিয়ে ‘বিস্ফোরক’ বুমরাহ, কী বললেন জানুন

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি সম্প্রতি স্পষ্টভাবে বলেন, “যদি ভারত পাকিস্তানে খেলতে না আসে, তাহলে পাকিস্তানও ভারতীয় মাটিতে ক্রিকেট দলের পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।” এর মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্কের জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে, এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ও ভারতের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত ভবিষ্যতে এই টুর্নামেন্টের আয়োজন নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।

East Bengal FC : ভাইরাল সোশ্যাল মিডিয়া, লাল-হলুদ জার্সি ছেড়ে কেন নতুন পেশা বাছলেন ফুটবলার?

এদিকে, উভয় দেশের প্রাক্তন ক্রিকেটাররা বিভিন্নভাবে এই ইস্যুতে নিজেদের মতামত জানিয়ে চলেছেন। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি যেমন বিরাট কোহলি, রোহিত শর্মারা, নিজেদের দেশের সুরক্ষা ও স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছেন, অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটাররাও নিজেদের দেশের সম্মান রক্ষার পক্ষে কথা বলছেন। যদিও দু’দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক যে তেমন ভালো নয়, তা সবারই জানা, ফলে ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়া খুবই স্বাভাবিক।

KKR : নিলাম শেষে প্রকাশ্যে এল নাইটদের ওপেনিং জুটি এবং অধিনায়কের নাম!

এই পরিস্থিতিতে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের আয়োজিত হওয়া এখন এক প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। উভয় দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের এই টানাপোড়েনের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অস্বস্তি বেড়েই চলেছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular