Football’s Rising Stars: ভারতীয় ফুটবলের সম্ভাব্য ৩ তারকা

শুরু হয়ে গিয়েছে এবারের আই লীগ। ইন্ডিয়ান সুপার লীগ ভারতের সর্বোচ্চ ফুটবল (Indian Football) টুর্নামেন্ট হওয়ার পর আই লীগের গুরুত্ব আরও বেড়েছে বৈ কমেনি। তরুণ…

Hardik Bhatt, VS Srikuttan, and David Lalhlansanga

শুরু হয়ে গিয়েছে এবারের আই লীগ। ইন্ডিয়ান সুপার লীগ ভারতের সর্বোচ্চ ফুটবল (Indian Football) টুর্নামেন্ট হওয়ার পর আই লীগের গুরুত্ব আরও বেড়েছে বৈ কমেনি। তরুণ ফুটবলারদের আদর্শ মঞ্চ বয়ে উঠেছে এই টুর্নামেন্ট। চলতি মরসুমেও একাধিক উদীয়মান ফুটবলারের দিকে ভারতীয় ফুটবল প্রেমীরা নজর রাখবেন।

হার্দিক ভাট (Hardik Bhatt)
২৮ বছর বয়সী ডিফেন্ডার হার্দিক ভাট। মূলত রাইট ব্যাক হিসাবে পরিচিত। তবে ডিফেন্সিভ মিডফিল্ডে এবং রাইট উইঙ্গার হিসাবে যথেষ্ট কার্যকর। রাজস্থান ইউনাইটেড এফসির হয়ে ভাল কিছু করে দেখাতে পারেন তিনি। এআরএ এফসি, বেঙ্গালুরু ইউনাইটেড এবং পরে হায়দারিয়া স্পোর্টসের হয়ে ইতিপূর্বে নজর কেড়েছিলেন। ২০২২-২৩ মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ মুম্বাই সিটি এফসির প্রতিনিধিত্ব করেছিলেন।

   

ভি এস শ্রীকুত্তান (VS Srikuttan)
২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে আই লীগে গোকুলাম কেরালার হয়ে খেলছেন। স্ট্রাইকার বা উইঙ্গার হিসাবে খেলার দক্ষতার জন্য পরিচিত। শ্রীকুত্তনের পেশাদার ফুটবল কেরিয়ার শুরু হয়েছিল ২০১৯-২০ আই লীগ দ্বিতীয় ডিভিশনের এফসি কেরালার সঙ্গে। ২০২০ আই লীগের বাছাইপর্বে এআরএ এফসির সাথে কিছু সময় কাটানোর পর তিনি কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ দলে যোগ দিয়েছিলেন। কেরালা প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স ২০২১-২২ মরসুমের জন্য সিনিয়র দলে জায়গা করে দিয়েছিল।

ডেভিড (David Lalhlansanga)
ভারতীয় ফুটবলের এখন অন্যতম পরিচিত নাম ডেভিড লালসঙ্গা। ডুরান্ড কাপ ও কলকাতা ফুটবল লীগে গোলের পর গোল করে সাড়া ফেলে দিয়েছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের এই ফরোয়ার্ড। গোল করার ব্যাপারে কলকাতা ফুটবল লীগে তার ধারেকাছে ছিলেন না জন্য কোনো খেলোয়াড়। এবার মিশন আই লীগ। প্রথম ম্যাচে কিছু সময়ের জন্য মাঠে নামলেও বিশেষ কিছু করতে পারেননি। তবে তরুণ এই ফুটবলারকে কেন্দ্র করে যথেষ্ট আশা রয়েছে।