আগামীকাল সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী কুয়েত। গত কয়েক সপ্তাহ ধরে এই ম্যাচ নিয়েই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। তাছাড়া ভারতীয় ফুটবল দলের জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলতে চলেছেন অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
যারফলে, আরও প্রবল চাহিদা দেখা দিয়েছে এই ম্যাচের টিকিটের। অনলাইনে ম্যাচ টিকিট ছাড়া মাত্র ফুরিয়ে গিয়েছে তা নিমেষেই। এবার কিছু ঘন্টা মাত্র। তারপরেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইগর স্টিমাচের ছেলেরা।
তার আগেই আজ ভারতীয় দলের হয়ে শেষ সাংবাদিক বৈঠক সারলেন সুনীল ছেত্রী। সেখানে অবসরের প্রসঙ্গে এই তারকা বলেন,আমার মনে হয় এবার সময় এসেছে। বলা যায় এটাই সঠিক সময়। এটাকে একটি সময় বলার জন্য এর চেয়ে ভালো খেলা আর হতে পারে না। ফুটবল বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে উঠলে সেক্ষেত্রে জাপান ও অস্ট্রেলিয়ার মতো দল গুলির সাথে লড়াই করতে হবে। তার আগে এই ম্যাচ জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে হবে। পাশাপাশি গত ১৯ বছর ভারতীয় দলের জার্সিতে খেলার কথাও তুলে ধরতে থাকেন দলের অধিনায়ক।
হিসেব অনুযায়ী, আগামীকাল শক্তিশালী কুয়েতের বিপক্ষে জয় আসলে অনায়াসেই পরবর্তী রাউন্ডে চলে যাবে ব্লু-টাইগার্স। পাশাপাশি পরবর্তী এশিয়ান কাপের ছাড়পত্রও চলে আসবে ভারতীয় দলের কাছে। সেজন্য নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য দলের সকলের।