চেন্নাইয়িনে যোগ দিতে পারেন এই ভারতীয় ফুটবলার

নতুন আইএসএল মরশুমে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। সেজন্য, নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া ফুটবলারদের দিকেও নজর…

Indian Footballer Komal Thatal Set to Join Chennaiyin FC Team

নতুন আইএসএল মরশুমে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। সেজন্য, নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া ফুটবলারদের দিকেও নজর ছিল তাদের। যাদের মধ্যে একজন ছিলেন কোমল থাটাল (Komal Thatal)। গত ইন্ডিয়ান সুপার লিগে খালিদ জামিলের জামশেদপুর এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় উইঙ্গার। করেছিলেন দুইটি গোল।

কিন্তু মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল জামশেদপুরের। পরবর্তীতে আর তার সাথে চুক্তি বাড়াতে চায়নি এই ফুটবল ক্লাব। সেই সুযোগ কাজে লাগিয়েই কোমলকে দলে টানতে মরিয়া ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি। কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। সব ঠিকঠাক এগোলে আগামী কয়েকদিনের মধ্যেই তার নাম সরকারিভাবে ঘোষণা করতে পারে এই ফুটবল ক্লাব।

   

এই ভারতীয় তারকার উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলবে দক্ষিণের ফুটবল ক্লাবকে। কিছুদিন আগেই মোহনবাগান সুপারজায়ান্টস থেকে চেন্নাইয়িন ছিনিয়ে নিয়েছে কিয়ান নাসিরি এবং লালরিনলিয়ানা নামতের মতো ফুটবলারদের। যা নিঃসন্দেহে বড়সড় চমক। এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে দলে এসেছেন লুকাস ব্রাম্বিলা। গত সিজনে ওথেলোস অ্যাথিয়েনোর সঙ্গে যুক্ত ছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

সেখানে দলের জার্সিতে খেলেছিলেন প্রায় ২১টি ম্যাচ। গোটা সিজনে মোট ৪টি গোল কন্ট্রিবিউশন ছিল বছর ঊনত্রিশের এই ফুটবলারের। নতুন মরশুমে তার দিকেও নজর থাকবে সমর্থকদের।

গতবার হাড্ডাহাড্ডি লড়াই করে গত আইএসএলের প্লে-অফে উঠেছিল চেন্নাইয়িন এফসি। নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল সমর্থকরা। কিন্তু শেষরক্ষা হয়নি।মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। যা হতাশ করেছিল সমর্থকদের। বর্তমানে সেইসব অতীত। কয়েক মাস পরেই শুরু হবে আইএসএলের নতুন মরশুম। সেখানে ঘুরে দাঁড়ানোর লড়াই।