বন্ধ দরজার পিছনে হারের হতাশা, এগিয়ে থেকেও আটকে গেল ব্লু টাইগার্স’রা

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের (AFC U23 Asian Cup Qualifiers) আগে ফের ধাক্কা খেল ভারতীয় যুবদল (Indian Football Team)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কুয়ালালামপুর ফুটবল…

Indian Football Team U23 mens 23-member squad for Tajikistan tour

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের (AFC U23 Asian Cup Qualifiers) আগে ফের ধাক্কা খেল ভারতীয় যুবদল (Indian Football Team)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ক্লোসড ডোর প্রস্তুতি ম্যাচে ইরাক (Iraq) অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ১-৩ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ‘জুনিয়র ব্লু টাইগার্স’দের (Blue Tigers)।

প্রথম ম্যাচে ১-২ ব্যবধানে হারলেও ভারতীয় কোচ নৌসাদ মুসা সেই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে বের করেছিলেন। দ্বিতীয় ম্যাচে কিছু কৌশলগত পরিবর্তন এনে মাঠে নামে ভারতীয় শিবির। প্রথমার্ধে তার সুফলও মেলে। শক্তিশালী ইরাকি রক্ষণভাগ ভেদ করে প্রথমার্ধের শেষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের রূপ বদলে ফেলে ইরাক। একের পর এক আক্রমণে ভারতীয় ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দেয় তারা। ফলস্বরূপ, তিনটি গোল হজম করতে হয় ভারতীয় দলকে এবং ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে ইরাকের জয়ে।

   

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে কড়া প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। ভারতীয় মিডফিল্ডে কিছু নজরকাড়া পাসিং ও মুভমেন্ট লক্ষ্য করা যায়। জানা গিয়েছে ম্যাচের ৩২তম মিনিটে এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে গোল করে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধের শেষে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে।

তবে দ্বিতীয়ার্ধে ইরাক যেন এক অন্য রূপে নামে মাঠে। শুরু থেকেই চাপ সৃষ্টি করতে থাকে তারা। সেসময় ভারতের রক্ষণভাগ কিছুটা অসহায় দেখায়। তিনটি গোল করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় ইরাক। ভারতের গোলরক্ষক কিছু ভালো সেভ করলেও রক্ষণভাগের ভুলে আটকানো যায়নি ইরাকের আক্রমণ।

Advertisements

এই প্রস্তুতি ম্যাচ দুটিকে মাথায় রেখে এখন পুরো দলের লক্ষ্য ৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্ব। কাতারের দোহায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ‘জুনিয়র ব্লু টাইগার্স’দের মুখোমুখি হতে হবে বাহরাইন (৩ সেপ্টেম্বর), কাতার (৬ সেপ্টেম্বর) ও ব্রুনেই (৯ সেপ্টেম্বর) বিরুদ্ধে।

Indian Football Team suffer defeat in second friendly against Iraq ahead AFC U23 Asian Cup Qualifiers in Doha

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News