কাফা নেশন্স কাপে (CAFA Nations Cup 2025) ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার ভারতের (Indian Football Team) মুখোমুখি হতে চলেছে আফগানিস্তান। এই ম্যাচ কার্যত ‘ডু অর ডাই’। কারণ এই ম্যাচ জিততে পারলেই পরের রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে ব্লু টাইগার্সদের। কিন্তু তার আগে বড়সড় ধাক্কা খেল খালিদ জামিলের শিবির। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন দলের অন্যতম স্তম্ভ এবং অধিনায়ক সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)।
গত সোমবার ইরানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মুখে আঘাত পান সন্দেশ। চোট পেয়েও তিনি ম্যাচের পুরো ৯০ মিনিট খেলেন। ম্যাচ শেষে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই স্ক্যানে ধরা পড়ে তাঁর চোয়াল ভেঙে গিয়েছে। ফলে আর মাঠে নামা সম্ভব নয়। বুধবার সর্ব ভারতীয়ফুটবল ফেডারেশনের (AIFF) তরফে জানানো হয়েছে, সন্দেশ দেশে ফিরে আসছেন এবং তিনি টুর্নামেন্টের বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না।
এই চোট ভারতের রক্ষণভাগে বড় ফাঁক তৈরি করল। সন্দেশ ছিলেন রক্ষণদৈত্যের মতো। তাঁর নেতৃত্বেই ভারত তাজিকিস্তানের বিরুদ্ধে জিতেছিল, যেখানে গোলও করেছিলেন তিনি। ইরানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারলেও, দীর্ঘ সময় রক্ষণ আগলে রেখেছিলেন তিনি। সন্দেশের না থাকা মানে ভারতের রক্ষণে অনভিজ্ঞতা এবং আফগানিস্তানের বিরুদ্ধে এই দুর্বলতা মারাত্মক প্রভাব ফেলতে পারে।
প্রোটিয়াদের দাপটে লন্ডভন্ড ইংল্যান্ড, গড়ল লজ্জার রেকর্ড
এই পরিস্থিতিতে ভারতীয় কোচ খালিদ জামিলকে ভাবতে হচ্ছে বিকল্প রক্ষণ গঠনের কথা। সম্ভবত আনোয়ার আলির সঙ্গে সেন্টার ব্যাক জুটিতে দেখা যাবে রাহুল ভেকেকে। বিকল্প হিসেবে থাকছেন চিংলেনসানা সিং, যিনি সন্দেশের জায়গা নিতে পারেন। তবে সন্দেশের অভিজ্ঞতা এবং নেতৃত্বের অভাব কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়।
উল্লেখযোগ্য, খালিদ জামিলের অধীনে এটি ভারতের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাঁর নেতৃত্বে ভারত দল নতুনভাবে গড়ে উঠছে। তাজিকিস্তানের বিরুদ্ধে জয়ে আশার আলো দেখিয়েছিল দল, কিন্তু ইরানের বিরুদ্ধে বড় ব্যবধানে হার এবং সন্দেশের চোট সব পরিকল্পনায় জল ঢেলে দিতে পারে।
ভারত এখনও গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলেই তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ওঠার সম্ভাবনা থাকবে। ড্র করলে কিছুটা সুযোগ থাকলেও সেটা নির্ভর করবে অন্য ম্যাচের ফলাফলের উপর। এই ম্যাচ ভারতের জন্য শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, ভবিষ্যতের আত্মবিশ্বাস গড়ার মঞ্চও।
সব মিলিয়ে ভারতের সামনে এখন শুধুই চ্যালেঞ্জ। একদিকে আফগানিস্তানের বিরুদ্ধে কঠিন ম্যাচ, অন্যদিকে দলে বড়সড় অনুপস্থিতি। এবার দেখার, সন্দেশ-হীন ভারত দল শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে কীভাবে নিজেদের টিকিয়ে রাখে।
🚨 #BlueTigers Update 🔊
Defender Sandesh Jhingan had sustained an injury during India’s #CAFANationsCup2025 match against IR Iran, and has been ruled out of the remaining matches.
He will return to India today.#IndianFootball ⚽
— Indian Football Team (@IndianFootball) September 3, 2025
Indian Football Team star defender Sandesh Jhingan ruled out of CAFA Nations Cup 2025 due to injury