কোচ বদলেও বদলায়নি ভাগ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে বিশাল পতন ভারতের

ভারতীয় ফুটবল (Indian Football Team) ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করল জাতীয় পুরুষ দল। ফিফার (FIFA) সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিং তালিকায় এক ধাক্কায় ছয় ধাপ নেমে ভারত…

Indian Football Team coach Manolo Marquez confirms 28 member Blue Tigers

ভারতীয় ফুটবল (Indian Football Team) ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করল জাতীয় পুরুষ দল। ফিফার (FIFA) সদ্যপ্রকাশিত র‍্যাঙ্কিং তালিকায় এক ধাক্কায় ছয় ধাপ নেমে ভারত এখন দাঁড়িয়ে ১৩৩ নম্বরে। ২০১৬ সালের পর এই প্রথমবার এতটা নীচে নেমে গেল ব্লু টাইগার্সরা।

গত এক বছরে ভারতের পারফরম্যান্স কার্যত তলানিতে। পরপর ট্রফি জয়ের স্মৃতি অনেকটাই ঝাপসা। ২০২৩ সালের শেষভাগ থেকেই র‍্যাঙ্কিংয়ে অবনমন শুরু হয়েছিল। তখনও আশার আলো খুঁজছিলেন সমর্থকরা। কিন্তু ২০২৪ সালে এসে সব ভরসা প্রায় শেষ।

   

হারতে হারতেই চলছে ভারতীয় দল

চলতি বছরে ভারতের খেলা চারটি ম্যাচের মধ্যে জয় এসেছে কেবলমাত্র মালদ্বীপের বিরুদ্ধে। একটি ড্র এবং দু’টি ম্যাচে হার। হারের তালিকায় রয়েছে হংকংয়ের নাম, যারা ভারতকে ০-১ গোলে হারিয়েছে ২০২৭ এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের যোগ্যতা অর্জনপর্বে। এই হারের পরই বিদায় নেন স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ।

কোচ বদল, তবুও আশার আলো নেই

ইগর স্টিমাচের বিদায়ের পর দায়িত্ব দেওয়া হয়েছিল মানোলোকে। কিন্তু ১৬ মাসেও দলকে সঠিক পথে ফেরাতে ব্যর্থ হন তিনি। ভারতের খেলায় কোনও ধারাবাহিকতা দেখা যায়নি। ছেত্রীকে অবসর ভেঙে ফিরিয়ে আনাও আশানুরূপ ফল আনতে পারেনি।

ছেত্রীর বিদায়ের পর ভারতের আক্রমণভাগ কার্যত দাঁড়িয়ে নেই। সন্দেশ ঝিঙ্গানের নেতৃত্বে রক্ষণের ভিতও দুর্বল হয়ে পড়েছে। মানোলো চলে যাওয়ার পর ফের কোচ খোঁজার কাজ শুরু করেছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF)। তবে প্রশ্ন উঠছে, শুধু কোচ বদলে কি বদলাবে ভারতের ফুটবল ভবিষ্যৎ?

পরিসংখ্যানই বলে সব

Advertisements

বর্তমানে ভারতের সংগ্রহ ১১১৩.২২ রেটিং পয়েন্ট। এই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত রয়েছে ১৩৩ নম্বরে, ২১০টি দেশের মধ্যে। ভারত এক ধাক্কায় নেমেছে ১২৬ থেকে ১৩৩ তে। এর সঙ্গে একইরকম পতন হয়েছে চাইনিজ তাইপেই, কায়ম্যান আইল্যান্ডস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, এল সালভাদর এবং স্লোভাকিয়া দলের।

এশিয়ার র‍্যাঙ্কিংয়েও পিছিয়ে

এশিয়ায় সবচেয়ে এগিয়ে জাপান ১৭ নম্বরে। দক্ষিণ কোরিয়া, ইরান, কাতারের মতো দেশগুলোও নিয়মিত উন্নতি করছে। অথচ ভারত ক্রমাগত পিছিয়ে পড়ছে। এক সময় শীর্ষ ১০০-র মধ্যে নাম লেখানো ভারত এখন কার্যত আলো থেকে ছায়ায় চলে গেছে।

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেও ছিটকে গেছে ভারত। ফুটবল বিশ্লেষকদের মতে, অবকাঠামোর অভাব, পেশাদারিত্বের ঘাটতি, এবং সঠিক পরিকল্পনার অভাবে দেশীয় ফুটবল বারবার ব্যর্থ হচ্ছে। প্রশ্ন উঠছে, এত বড় একটি দেশে যোগ্য প্রতিভা থাকা সত্ত্বেও কেন আন্তর্জাতিক মানের দল গঠন সম্ভব হচ্ছে না? কোচ বদল, ছেত্রীর প্রত্যাবর্তন — সব চেষ্টা বিফলে।

ফেডারেশন বারবার পরিকল্পনার কথা বললেও বাস্তবায়নে ঘাটতি রয়ে যাচ্ছে। যুব স্তরে উন্নয়ন, ঘরোয়া লিগের মানোন্নয়ন এবং কোচিং স্ট্রাকচারে আমূল পরিবর্তন ছাড়া ভারতের র‍্যাঙ্কিংয়ে উন্নতি অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Indian Football Team slips to 133 in the latest FIFA rankings lowest in nine years