সিঙ্গাপুর ম্যাচের পূর্বে বড় টুর্নামেন্টে নামবে সুনীল-শুভাশীষরা!

এশিয়ান কাপে যোগ্যতা অর্জন (AFC Asian Cup Qualifier) ম্যাচের আগেই ২০২৫ সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপে (Nations Cup 2025) খেলবে ভারতীয় ফুটবল দল…

Indian Football Team set to participate in CAFA Nations Cup 2025 ahead of AFC Asian Cup Qualifier match

এশিয়ান কাপে যোগ্যতা অর্জন (AFC Asian Cup Qualifier) ম্যাচের আগেই ২০২৫ সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (CAFA) নেশনস কাপে (Nations Cup 2025) খেলবে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ২৮ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তাজিকিস্তান ও উজবেকিস্তানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মূলত মালয়েশিয়ার সরে দাঁড়ানোর পর ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক সমস্যার কারণে ১৫ জুলাই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে মালয়েশিয়া। ফিফার আন্তর্জাতিক ম্যাচ উইন্ডো (১ থেকে ৯ সেপ্টেম্বর) এই প্রতিযোগিতার সঙ্গে মিলে যাওয়ায় পুরো শক্তির দল গঠন করতে না পেরে তারা এই সিদ্ধান্ত নেয় তারা।

   

এরপরই সর্ব ভারতীয় ফুটবল সংস্থাকে (AIFF) আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়ার জায়গায়। ভারতের অন্তর্ভুক্তি এই ছয়-দলীয় মধ্য এশীয় প্রতিযোগিতায় এক নতুন মাত্রা যোগ করেছে। ভারত পড়েছে গ্রুপ বি’তে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল ইরান (ফিফা র‍্যাংকিং ২০), তাজিকিস্তান এবং আফগানিস্তান।

ভারতের সম্ভাব্য ম্যাচসূচি :

২৯ আগস্ট: ভারত বনাম তাজিকিস্তান

১ সেপ্টেম্বর: ভারত বনাম ইরান

Advertisements

৪ সেপ্টেম্বর: ভারত বনাম আফগানিস্তান

এই টুর্নামেন্ট ভারতের জন্য শুধু আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়। বরং এক গুরুত্বপূর্ণ সময়ে এল। কারণ ইন্ডিয়ান সুপার লিগের (ISL)- ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) মেয়াদ শেষ হওয়ায়। এই অবস্থায় কাফা নেশনস কাপ ভারতের জন্য মানসম্পন্ন প্রস্তুতির মঞ্চ হয়ে উঠতে পারে।

বিশেষ করে সামনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে। ভারতের প্রতিপক্ষ সিঙ্গাপুর, যেখানে টিকে থাকতে হলে টানা দুই ম্যাচেই জয় প্রয়োজন। তাই এই আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতের কৌশলগত প্রস্তুতি এবং আত্মবিশ্বাস পুনর্গঠনের এক বড় সুযোগ। অন্যদিকে গ্রুপ ‘এ’তে খেলবে উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং ওমান।

Indian Football Team set to participate in CAFA Nations Cup 2025 ahead of AFC Asian Cup Qualifier match