East Bengal: ডার্বি হারের পরেই কোচ পরিবর্তন কার্যত পাকা করল ম্যানেজমেন্ট

একের পর এক খারাপ ফলফলা৷ সর্বশেষ শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে ডার্বিতে হারার পর কার্যত মুখ লুকিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা৷

Officials from Emami and East Bengal Club shaking hands

একের পর এক খারাপ ফলাফল৷ সর্বশেষ শনিবার এটিকে মোহনবাগানের সঙ্গে ডার্বিতে হারার পর কার্যত মুখ লুকিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব কর্তারা৷ তবে, শনিবারের হারের জেরে পাকাপাকি ভাবে ‘শনি’র কোপ পড়ল ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টান্টাটাইনের (Stephen Constantine) ঘাড়ে৷

মুখ বড় করে চ্যালেঞ্জ নিয়েছিলেন কলকাতা ডার্বির মতো বড় ম্যাচে প্রতিপক্ষ এটিকে মোহনবাগানকে পরাজিত করবেন৷ কিন্তু তা পারেননি। বরং একাধিক খেলোয়াড় না থাকার পরেও ২-০ গোলে পরাজিত হয় লাল-হলুদ শিবির। উলটে হারের হারের কারণ হিসাবে ক্লাবের বাজেটকেই দুষলেন কোচ স্টিফেন কনস্টান্টাটাইন৷

কিন্তু, কোচের এই যুক্তিকে মন গলেনি ক্লাব ম্যানেজমেন্ট এবং সমর্থকদের৷ শুরু থেকেই মরসুমের শুরু থেকে স্টিফেন কনস্টান্টাটাইনের কোচিংয়ে না-পসন্দ ছিল সমর্থকদের৷ কারণ, যে ঘটা করে এবং আশা নিয়ে স্টিফেন কনস্টান্টাটাইনকে কলকাতায় আনা হয়েছিল, তা তিনি রক্ষা করতে পারেননি৷ রবং একের পর এক ম্যাচ হেরে সমর্থকদের হতাশ করেছেন তিনি৷ তাই ডার্বির পরেই স্টিফে হটাও দাবি আরও জোরাল হয়েছে৷

সুত্রের খবর, রবিবার ডার্বির পরেই সমর্থকদের একটা বড় অংশ ক্লাবের ইনভেস্টার ইমানি রিয়েলটি লিমিডেট কর্তাদের সঙ্গে দেখা করেন৷ সমর্থকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়৷ তারা বোঝাতে পারেন কেন কোচ বদল করা দরকার৷ পাশাপাশি কিছু খেলোয়ারও বদল দরকার৷ জানা গিয়েছে, ইনভেস্টার কর্তারা কথা দিয়েছেন আগামী মরসুমে বেশ কিছু খেলোয়ার এবং বিদেশ কোচ পরিবর্তন করে চেয়েছে৷