Merdeka Cup: মারডেকা কাপের জন্য মালয়েশিয়া পৌঁছাল সুনীল ব্রিগেড

Indian Football Team

Merdeka Cup Tournament: চলতি বছরের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছে ভারতীয় ফুটবল দল। মাস তিনেক আগে ইম্ফলের খুয়ান লাম্পাক স্টেডিয়ামে একের পর প্রতিপক্ষ দলকে পরাজিত করে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট জিতেছিল ব্লু টাইগার্স। তারপর শক্তিশালী লেবাননের মতো দেশকে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় এবং শেষে শক্তিশালী কুয়েত দলকে ট্রাইবেকারে হারিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা লাভ করে সুনীল ব্রিগেড। যা নিঃসন্দেহে খুশির আমেজ বয়ে নিয়ে এসেছে গোটা দেশের ফুটবল প্রেমিদের জন্য। সেই ধারা বজায় রাখতেই এবার আরেক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিল ভারত।

মারডেকা কাপ। চার দেশের এই ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় ফুটবল দল। যেখানে আয়োজক দেশ মালয়েশিয়া ছাড়াও প্যালেস্টাইন ও লেবাননের মতো দেশ ও রয়েছে এই প্রতিযোগিতায়। যেটি শুরু হতে চলেছে আগামী ১৩ তারিখ থেকে। যা চলবে আগামী ১৭ তারিখ পর্যন্ত। সেই মর্মেই আজ মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় ফুটবল দল। এবার এই ফুটবল টুর্নামেন্টে ও ভারতের দিকে তাকিয়ে সকলে।

   

উল্লেখ্য, গত কিংস কাপের পাশাপাশি সদ্য শেষ হওয়া এশিয়ান গেমসে ও ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও আগত এই ফুটবল টুর্নামেন্ট থেকে নিজেদের পুরোনো ফর্ম ফেরাতে মরিয়া ইগর স্টিমাচ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন