ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন স্প্যানিশ কোচ? ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

ভারতীয় ফুটবলের বর্তমান সময়টা বেশ জটিল। ভারতের জাতীয় দলের কোচ (Indian Football Team) মানোলো মার্কুয়েজকে (Manolo Marquez) ঘিরে তৈরি হয়েছে জল্পনার ঝড়। গত বছর জুলাই…

Indian Football Team coach Manolo Marquez wants to quit from his role

ভারতীয় ফুটবলের বর্তমান সময়টা বেশ জটিল। ভারতের জাতীয় দলের কোচ (Indian Football Team) মানোলো মার্কুয়েজকে (Manolo Marquez) ঘিরে তৈরি হয়েছে জল্পনার ঝড়। গত বছর জুলাই মাসে স্প্যানিশ কোচের হাতে ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তখনই অনেকে আশাবাদী হয়েছিলেন যে ক্লাব ফুটবলে সাফল্য পাওয়া এই কোচ আন্তর্জাতিক পর্যায়ে ভারতের খেলায় নতুন প্রাণসঞ্চার করবেন। কিন্তু বছর না ঘুরতেই সেই আশার মেঘে জমেছে সন্দেহের ছায়া।

ভারতীয় ফুটবলের নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছেন কোচ জামিল!

   

সূত্র বলছে, মানোলো হয়ত আর ভারতীয় দলের কোচ হিসেবে থাকতে আগ্রহী নন। আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2027) যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত। সেটাই হতে পারে মানোলোর শেষ ম্যাচ। এদিকে ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচও খেলবে ভারতীয় দল। তার জন্য কোচ ইতিমধ্যেই প্রাথমিক দলের তালিকা তৈরি করে কলকাতায় জাতীয় শিবিরের প্রস্তুতি শুরু করেছেন। কিন্তু ম্যাচগুলোর পরেই মানোলোর ভবিষ্যৎ নিয়ে বাড়ছে ধোঁয়াশা।

স্পষ্ট করে বলা যায়, জাতীয় দলের দায়িত্ব সামলাতে গিয়ে মানোলো বেশ কিছু সমস্যার মুখে পড়েছেন। ক্লাব ফুটবলে প্রতিদিন খেলোয়াড়দের সঙ্গে কাজ করা গেলেও, জাতীয় দলে তা সম্ভব নয়। অনেক সময়েই পরিকল্পনা শেষ মুহূর্তে বদলাতে হচ্ছে, কারণ খেলোয়াড়রা ক্লাবের খেলার জন্য ফিরে যাচ্ছেন। ফলে জাতীয় দলের সঙ্গে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হয়ে উঠছে। এছাড়াও, ফেডারেশনের সঙ্গে সম্পর্ক নিয়েও কিছু অসন্তোষ রয়েছে বলে জানা যাচ্ছে।

সুপার কাপের ভবিষৎ নিয়ে বড় বার্তা মার্কুয়েজের!

স্প্যানিশ কোচের ঘনিষ্ঠ মহলের মতে, মানোলো প্রতিদিন ধাপে ধাপে কাজ করে এগোতে ভালোবাসেন। তাঁর কৌশলগত পরিকল্পনা ও ট্যাকটিক্স অনুযায়ী দলের প্রস্তুতি প্রয়োজন পড়ে প্রতিদিনের চর্চা ও উন্নতির। কিন্তু জাতীয় দলে সেই সুযোগ মিলছে না। শুধু তাই নয়, মাঠের বাইরের নানা সমস্যা, যেমন সংগঠনের দুর্বলতা ও পরিকল্পনার অভাব, মানোলোকে হতাশ করেছে।

ভারতীয় দলের কোচ হিসেবে তাঁর পরিসংখ্যানও খুব একটা উজ্জ্বল নয়। এখন পর্যন্ত ৬টি ম্যাচে কোচিং করিয়েছেন, যার মধ্যে জয় এসেছে মাত্র একটিতে—মালদ্বীপের বিরুদ্ধে। অন্যদিকে, এফসি গোয়ার কোচ হিসেবে মানোলোর সাফল্য কিন্তু নজরকাড়া। সুপার কাপ জিতেছে তাঁর দল এবং আইএসএল সেমিফাইনালে উঠেছে তারা। তাঁর ক্লাব চুক্তি শেষ হচ্ছে এই মে মাসেই, তবে গোয়া এখনো তাঁর বিকল্প ঘোষণা করেনি।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—তিনি কি ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন? জাতীয় দলের দায়িত্ব ছেড়ে পুনরায় শুধুমাত্র ক্লাব কোচিং-এ মন দিতে চাইছেন মানোলো? যদি সত্যি তিনি সরে দাঁড়ান, তাহলে ভারতের ফুটবলে তৈরি হবে বড় শূন্যতা।

এরই মধ্যে বিকল্প হিসেবে উঠে এসেছে জামশেদপুর এফসির কোচ খালিদ জামিলের নাম। ভারতীয় কোচ হিসেবে আইএসএলে খালিদের রেকর্ড ভালো। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের আগে তাঁকে জাতীয় দলের জুনিয়র দলের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে সর্ব ভারতীয় ফুটবল সংস্থা। সেখান থেকে ধাপে ধাপে তাঁকে জাতীয় দলের দায়িত্বে নিয়ে আসার কথাও ভাবা হচ্ছে।

এদিকে, এআইএফএফ বলছে, মানোলো এখনও পদত্যাগের ইঙ্গিত দেননি। সংস্থার ডেপুটি সেক্রেটারি জেনারেল মি. সত্যনারায়ণ জানিয়েছেন, “আমরা রবিবারই কথা বলেছি। তিনি শিবির ও ম্যাচ নিয়ে পরিকল্পনার কথাই বলছিলেন, কোনো অসন্তোষের কথা বলেননি।”

সব মিলিয়ে ভারতীয় ফুটবলের জন্য এটা এক সংবেদনশীল মুহূর্ত। এশিয়ান কাপের বাছাই পর্বে দেশের ভাগ্য নির্ধারিত হবে জুনে, এবং সেইসঙ্গে মানোলো মার্কুয়েজের অধ্যায়েরও হয়তো শেষ লেখা হয়ে যাবে।

Advertisements