ফুটবলার নিয়ে ফেডারেশন বনাম ক্লাব সংঘাতে ইস্যুতে ‘বিস্ফোরক’ জামিল

ভারতীয় ফুটবলের (Indian Football Team) এক চিরন্তন সংকট যেন বারবার ফিরে আসে, ফেডারেশন (AIFF) বনাম ক্লাব ফুটবলের (ISL Clubs) সংঘাত। আসন্ন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা…

Indian Football Team coach Khalid Jamil urges ISL clubs to release players ahead of AFC Asian Cup Qualifiers

ভারতীয় ফুটবলের (Indian Football Team) এক চিরন্তন সংকট যেন বারবার ফিরে আসে, ফেডারেশন (AIFF) বনাম ক্লাব ফুটবলের (ISL Clubs) সংঘাত। আসন্ন এএফসি এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে (AFC Asian Cup Qualifiers) আগে সেই পুরনো বিতর্কই যেন নতুন করে সামনে এল। জাতীয় দলের প্রধান কোচ খালিদ জামিল (Khalid Jamil) এবার সরাসরি ক্লাবগুলোর প্রতি বার্তা দিয়ে জানিয়ে দিলেন, ফুটবলারদের(India Football News) ছাড়পত্র নিয়ে অনিশ্চয়তা চললে ক্ষতি হবে দেশেরই (Bengali Sports News)।

আগামী ৯ এবং ১৪ অক্টোবর সিঙ্গাপুরের বিরুদ্ধে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারতীয় দল। একটি অ্যাওয়ে, অপরটি হোম ম্যাচ। এই দুই ম্যাচই কোয়ালিফায়ার গ্রুপ পর্বে ভারতের ভবিষ্যত নির্ধারণ করবে। অথচ এই গুরুত্বপূর্ণ সময়েই ৩০ জন সম্ভাব্য ফুটবলারের মধ্যে ১৪ জন এখনও যোগ দেননি ক্যাম্পে। বিশেষ করে বেঙ্গালুরু এফসি, ইস্টবেঙ্গল ও পাঞ্জাব এফসি জাতীয় দলের জন্য ফুটবলার ছাড়তে দেরি করেছে।

   

খালিদ জামিল স্পষ্ট ভাষায় বলেন, “আমরা কোনও ব্যক্তির উপর নির্ভর করে দল গড়ি না। তবুও কিছু গুরুত্বপূর্ণ পজিশনে ফুটবলারদের না থাকাটা অনুশীলনে সমস্যা তৈরি করছে। ফুটবল একটা দলগত খেলা। আগেভাগে জানা থাকলে আমরা বিকল্প পরিকল্পনা নিতে পারি।”

এদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট এবং এফসি গোয়ার মতো ক্লাব আগেই জানিয়ে দেয়। তারা তাদের ফুটবলার দিতে পারবে না কারণ ক্লাবগুলো এই সময়টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলছে। এই স্বচ্ছতা ও নির্দিষ্ট বার্তাকে সম্মান জানিয়েছেন খালিদ। তাঁর মতে, এই ধরণের পেশাদার যোগাযোগ জাতীয় দলের পরিকল্পনাকে সাহায্য করে।

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে খালিদ জামিল কঠিন সময়ের মধ্য দিয়েই গিয়েছেন। তবে তার অধীনেই ভারত কাফা নেশনস কাপে তৃতীয় স্থান অর্জন করে, যা ছিল এক বড় কৃতিত্ব। এবার এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু দল যখন পুরো শক্তির নয়, তখন প্রস্তুতি কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

তিনি আরও বলেন, “দীর্ঘমেয়াদে ক্লাব ও জাতীয় দলের মধ্যে সুস্থ সমঝোতা তৈরি না হলে, বারবার এই সমস্যায় পড়তে হবে। ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল দুইয়েরই গুরুত্ব আছে। তাই দায়িত্ববোধ দেখাতে হবে দুই পক্ষকেই।”

ফুটবলবিশেষজ্ঞদের মতে, ভারতীয় ফুটবলের কাঠামোয় এখনো পর্যন্ত ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট। যদিও ফেডারেশন চায় জাতীয় দলের স্বার্থে ক্লাবগুলো সহানুভূতিশীল হোক, বাস্তবে আইএসএলের সূচি এবং ব্যবসায়িক স্বার্থ অনেক সময় জাতীয় দলের চেয়ে অগ্রাধিকার পায়।

Advertisements

এমনকি, খালিদের ডাকা ৩০ জনের দলে অধিনায়ক সুনীল ছেত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখনও ক্যাম্পে যোগ দেননি। শোনা যাচ্ছে, এই ১৪ জন ফুটবলার মাসের শেষ দিকে দলে যোগ দেবেন। কিন্তু এত দেরিতে যোগ দিলে প্রস্তুতিতে কতটা প্রভাব পড়বে, তা নিয়ে চিন্তিত কোচিং স্টাফ।

ভারত এই মুহূর্তে কোয়ালিফায়ার গ্রুপে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। সিঙ্গাপুর চার পয়েন্ট নিয়ে শীর্ষে। তাই অক্টোবরের দুই ম্যাচ ভারতের জন্য ‘ডু অর ডাই’। খালিদ জামিল এই ম্যাচ দুটিকে ঘিরেই দলকে মানসিকভাবে প্রস্তুত করছেন। তিনি বলেন, “আমাদের হাতে যাঁরা আছেন, তাঁদের নিয়েই সেরা দল গঠনের চেষ্টা করছি। আশা করি শেষ মুহূর্তে নয়, ভবিষ্যতে আগেভাগেই ক্লাবগুলো তাদের অবস্থান জানাবে।”

Indian Football Team coach Khalid Jamil urges ISL clubs to release players ahead of AFC Asian Cup Qualifiers

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News