শনিবার (১ জুলাই) সাফ চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) সেমিফাইনালে লেবাননের বিপক্ষে খেলবে ভারতীয় ফুটবল দল। ম্যাচের একদিন আগে বড় ধাক্কা পেল টিম ইন্ডিয়া। শুক্রবার ভারতের প্রধান কোচ ইগর স্টিমাককে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তাকে প্রায় ৪১ হাজার টাকা (৫০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।
কুয়েতের বিপক্ষে ম্যাচের সময় স্টিমাককে লাল কার্ড দেখানো হয় ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তর্কের পর। ভারতের এই শেষ গ্রুপ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। SAFF ডিসিপ্লিনারি কমিটি স্টিমাকের আচরণকে তাকে একাধিক ম্যাচের জন্য সাসপেন্ড করার উপযুক্ত বলে মনে করেছে। ২১ জুন পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও তাকে লাল কার্ড দেখানো হয়েছিল। তবে বিষয়টি তখন SAIF ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হয়নি। তার অপরাধ কম গুরুতর বলে বিবেচিত হয় এবং পরবর্তীতে তাকে নেপালের বিপক্ষে ম্যাচটি বাদ দিতে বাধ্য করা হয়।