Kerala Blasters: কেরালা ছাড়তে পারেন এই ভারতীয় তারকা, জানুন

আইএসএলের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে সার্জিও লোবেরার ওডিশা এফসির মতো শক্তিশালী ফুটবল দলের দাপটে অনেকটাই ব্যাকফুটে চলে এসেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)।…

rahul kp

আইএসএলের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে সার্জিও লোবেরার ওডিশা এফসির মতো শক্তিশালী ফুটবল দলের দাপটে অনেকটাই ব্যাকফুটে চলে এসেছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। তবে অনেক আগেই নিজেদের হারানো ছন্দ ফিরিয়ে টুর্নামেন্টের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে ইভান ভুকোমানোভিচের ছেলেরা।

আগামী মাসেই তাদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে। সেই ম্যাচে জয় ফিরতে চায় এই ফুটবল ক্লাব। তবে দলের একাধিক ফুটবলারদের চোট আঘাত জনিত সমস্যা অনেকটাই পিছিয়ে দিয়েছিল তাদের। কিন্তু সময় যত এগোচ্ছে নিজেদের পুরনো ছন্দে ফিরছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। খুব শীঘ্রই ফিরতে চলেছে দলের তারকা ফুটবলাররা।

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে গুরুতর চোটের কবলে পড়তে হয়েছে আদ্রিয়ান লুনা থেকে শুরু করে কোয়েমি পেপড়ার মতো ফুটবলারদের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল দলের কাছে। তবু ও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে দলের ফুটবলাররা। সেখান থেকেই এ বছর ইন্ডিয়ান সুপার লিগ জেতার লড়াই রয়েছে তাদের। তবে এখন থেকেই নতুন সিজনের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব। সেইমতো এই আইএসএল থেকে শুরু করে বিদেশের একাধিক ফুটবল টুর্নামেন্ট গুলির দিকেও নজর রয়েছে সকলের। নিজেদের পরিকল্পনার মত চমক দেওয়ার ভাবনা থাকবে প্রত্যেকের। সেক্ষেত্রে একাধিক ফুটবলারদের বাদ দেওয়া হতে পারে দল থেকে।

এসবের মাঝেই উঠে আসছে এক নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবার কেরালা ব্লাস্টার্স ছাড়তে পারেন ভারতীয় তারকা রাহুল কেপি। এই ফুটবল মরশুমে দলের রাইট উইংয়ে যথেষ্ট সচ্ছল থেকেছেন তিনি। তবে আগামী বছরের মে মাস পর্যন্ত তার সঙ্গে দক্ষিণের এই ফুটবল ক্লাবের চুক্তি থাকলেও শোনা যাচ্ছে বড় অংকের প্রস্তাব পাওয়া দরুণ এই মরশুম শেষে কেরালা ছাড়তে পারেন বছর ২৪ এর এই ফুটবলার।

বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের চোট পাওয়া ফুটবলারদের দলে ফিরিয়ে আনা অন্যতম লক্ষ্য তাদের। সেটি সম্ভব হলে পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের লড়াইয়ে অনেকটাই অক্সিজেন পাবে ইভান ভুকোমানোভিচের ছেলেরা।