Indian Football : নতুন চাকরি পেলেন মোহন-ইস্টের প্রাক্তন কোচ

Indian Football : নতুন দলের দায়িত্ব পেলেন মোহনবাগান , ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করানো খালিদ জামিল (Khalid Jamil)। ফুটবল ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বে এসেছেন তিনি।  ভারতীয়…

Indian Football : নতুন চাকরি পেলেন মোহন-ইস্টের প্রাক্তন কোচ

Indian Football : নতুন দলের দায়িত্ব পেলেন মোহনবাগান , ইস্টবেঙ্গল ক্লাবে কোচিং করানো খালিদ জামিল (Khalid Jamil)। ফুটবল ক্লাব বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্বে এসেছেন তিনি। 

ভারতীয় ফুটবলের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত রয়েছেন খালিদ জামিল। একাধিক ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের নর্থ ইউনাইটেডের সঙ্গে যুক্ত ছিলেন ২০১৯ সাল থেকে। এ বছরের প্রতিযোগিতায় সামলেছেন দলের প্রধান কোচের পদ। 

কিন্তু অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। নর্থ ইস্ট ইউনাইটেডের পারফরম্যান্স হতাশজনক। ক্লাবের অন্দরের আবহাওয়ায় আরামদায়ক ছিল না বলে খালিদ প্রকাশ্যে বলেছিলেন। সব মিলিয়ে উত্তর পূর্বের ফ্র্যাঞ্চাইজি ক্লাবের শেষ পর্ব ভুলতে চাইবেন তিনি।

Advertisements

আইজলে কোচিং করানোর সময়ে সবাইকে চমকে দিয়েছিলেন খালিদ জামিল। পরে যোগ দিয়েছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল ক্লাবে। আই লিগ জিতেছিলেন ২০১৬-১৭ মরশুমে।