কাটছে ISL জট, এই দিন সামনে আসবে আইএসএলের দিনক্ষণ!

অবশেষে দীর্ঘ অচলাবস্থার অবসান হতে চলেছে ভারতীয় ফুটবলে (Indian Football)। গত কয়েক মাস ধরে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে অনিশ্চয়তা ও টানাপোড়েন চলছিল, তা কাটার…

indian-football-isl-crisis-aiff-to-organise-league

অবশেষে দীর্ঘ অচলাবস্থার অবসান হতে চলেছে ভারতীয় ফুটবলে (Indian Football)। গত কয়েক মাস ধরে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) নিয়ে অনিশ্চয়তা ও টানাপোড়েন চলছিল, তা কাটার স্পষ্ট ইঙ্গিত দিল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শনিবার তিন সদস্যের আইএসএল কমিটির রিপোর্ট হাতে পাওয়ার পর ফেডারেশন জানিয়ে দিয়েছে, আগামী সপ্তাহেই লিগের দিনক্ষণ ঘোষণা করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই মরশুমে আইএসএলের আয়োজন করবে খোদ ফেডারেশন।

Advertisements

জল্পনার অবসান, লোন ডিলে বিদেশে গেলেন নোয়া

   

শনিবার এআইএফএফ’র এমার্জেন্সি কমিটির বৈঠকে আইএসএল কমিটি তাদের সুপারিশ পেশ করে সভাপতি কল্যাণ চৌবের কাছে। বৈঠকে সেই প্রস্তাব সরকারিভাবে গৃহীত হয়। ফেডারেশনের তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, কমিটির সুপারিশ মেনেই চলতি মরশুমের লিগ আয়োজন করা হবে। এর অর্থ, রেফারিং থেকে সম্প্রচারনা আইএসএল সংক্রান্ত যাবতীয় খরচ বহন করবে এআইএফএফ। ক্লাবগুলো তাদের দল গঠন ও হোম ম্যাচ আয়োজনের দায়িত্ব নেবে।

ISL দিনক্ষণ ঘোষণার আগেই অনুশীলনে ফুরফুরে মেজাজে বাগান ফুটবলাররা

আসলে, ভারতীয় ফুটবলে দীর্ঘদিনের অচলাবস্থায় ফেডারেশনের উপর চাপ ক্রমেই বাড়ছিল। বিশেষ করে শুক্রবার জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী ও গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু ভিডিও বার্তায় সরাসরি ফিফার দ্বারস্থ হওয়ার কথা বলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর মধ্যেই রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া শুরু হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতারা কেন্দ্রের সমালোচনায় মুখর হন। যেহেতু ক্রীড়ামন্ত্রক আগেই দাবি করেছিল, আইএসএল হবেই, তাই সরকারের দিক থেকেও ফেডারেশনের উপর বাড়তি চাপ তৈরি হয়।

মুস্তাফিজুর ইস্যুতে BCCI সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড, আসবে না বিশ্বকাপ খেলতে?

এই বহুমুখী চাপের মুখেই কল্যাণ চৌবের নেতৃত্বাধীন এআইএফএফ সিদ্ধান্ত নেয়। চলতি মরশুমে লিগের দায়িত্ব নিজেরাই নেবে। সব ঠিক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হতে পারে। প্রায় তিন মাসের এই লিগ আয়োজনের আর্থিক দায়িত্ব থাকবে ফেডারেশনের কাঁধে, আর দল পরিচালনার খরচ বহন করবে ক্লাবগুলো। ক্লাবগুলোর পক্ষ থেকে যে শর্তগুলি আগে ফেডারেশনকে দেওয়া হয়েছিল, সেগুলিও মূলত মেনে নেওয়া হয়েছে।

মুস্তাফিজুরের পাশে দাঁড়িয়ে বিসিসিআইকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ

তবে এখনও একটি প্রশ্নের উত্তর মেলেনি, লিগে অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে কি না। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী বৈঠকে। পাশাপাশি, আইএসএল দীর্ঘমেয়াদি সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ২০ বছরের একটি পরিমার্জিত টেন্ডার ডাকার পরিকল্পনাও করছে এআইএফএফ। এর জন্য সুপ্রিম কোর্টের অনুমতি প্রয়োজন, আদালত খুললেই সোমবার চাওয়া হবে।

Advertisements