Home Sports News ইউরোপের পথে ভারত? ISL নিয়ে ২১ বছরের নকশা তৈরি দাবি ফেডারেশন সভাপতির

ইউরোপের পথে ভারত? ISL নিয়ে ২১ বছরের নকশা তৈরি দাবি ফেডারেশন সভাপতির

indian-football-isl-21-year-development-plan-aiff

ভারতীয় ফুটবলের (Indian Football) ভবিষ্যৎকে সুসংগঠিত ও দীর্ঘস্থায়ী রূপ দিতে বড়সড় পরিকল্পনা হাতে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। আগামী ২১ বছরের জন্য ইন্ডিয়ান সুপার লিগ (ISL) বিস্তৃত নকশা তৈরি করা হয়েছে বলে জানালেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। তাঁর দাবি, স্পেন, জার্মানি, ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া ও জাপানের মতো বিশ্বের প্রথম সারির লিগগুলির কাঠামো গভীরভাবে বিশ্লেষণ করেই এই পরিকল্পনা তৈরি হয়েছে।

Advertisements

সচিনকে টপকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে নয়া রেকর্ড কোহলির

   

এই দীর্ঘমেয়াদি রোডম্যাপ ইতিমধ্যেই আইএসএলের ১৪টি ক্লাবের কাছে পাঠানো হয়েছে। লক্ষ্য একটাই, ভারতের শীর্ষ লিগকে প্রশাসনিক ও বাণিজ্যিক দিক থেকে আরও পেশাদার করে তোলা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা।

নতুন প্রশাসনিক কাঠামো

ফেডারেশনের প্রস্তাব অনুযায়ী, আইএসএল এবং আই লিগ দু’টি প্রতিযোগিতির জন্য আলাদা করে একটি করে গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে। এই দুই কমিটিই লিগের প্রশাসন, পরিচালনা, বাণিজ্যিক পরিকল্পনা ও উন্নয়নের দায়িত্বে থাকবে।

গভর্নিং কাউন্সিল হবে সর্বোচ্চ ক্ষমতাবান সংস্থা। ২২ সদস্যের এই কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন ফেডারেশনের সভাপতি নিজে। অন্যদিকে, ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব থাকবে দৈনন্দিন পরিচালনা এবং লিগের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা। এই কমিটির প্রধান হবেন ফেডারেশনের সেক্রেটারি-জেনারেল।

উল্লেখযোগ্য বিষয় হল, দুই কমিটিতেই বাণিজ্যিক সহযোগীদের জন্য তিনটি করে আসন রাখা হচ্ছে। এতে লিগের আর্থিক স্থায়িত্ব এবং বিপণন কৌশল আরও মজবুত হবে বলেই মনে করছে ফেডারেশন।

বছরে একবার গুরুত্বপূর্ণ বৈঠক

হামিদের পর লাল-হলুদ ছাড়ছেন এই তারকা বিদেশি? আভাস সোশ্যাল মিডিয়ায়

নতুন কাঠামো অনুযায়ী, বছরে অন্তত একবার লিগ শুরুর প্রায় তিন মাস আগে, গভর্নিং কাউন্সিল ও ম্যানেজমেন্ট কমিটি যৌথ বৈঠকে বসবে। সেখানে আর্থিক পরিকল্পনা, সম্প্রচার, স্পনসরশিপ, সূচি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে।

সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কল্যাণ চৌবে বলেন, “আগামী ২১ বছরের পরিকল্পনা করা হয়েছে। কীভাবে দু’টি লিগের পরিচালনা, প্রশাসন, প্রচার ও উন্নয়ন হবে, তা এই কাঠামোর মধ্যেই নির্ধারিত থাকবে। বিশ্বের সেরা লিগগুলির কাছ থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং সেগুলো ভারতের বাস্তবতায় কাজে লাগানোর চেষ্টা করেছি।”

এদিকে, চলতি মরসুমে এশিয়ান প্রতিযোগিতা সংক্রান্ত জটিলতা কাটাতে এএফসিকে বিশেষ ছাড় দেওয়ার অনুরোধ জানিয়েছে এআইএফএফ। কল্যাণ জানিয়েছেন, এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত পুরোপুরি এএফসি-র হাতেই।

পাঁচ বছর পর সতীর্থ রোহিতকে টপকে ওয়ানডে সিংহাসনে বিরাট

বিশ্ব ফুটবলের সফল মডেল অনুসরণ করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ভারতীয় ফুটবলের ক্ষেত্রে যা তুলনামূলকভাবে নতুন। প্রশাসনিক স্বচ্ছতা, বাণিজ্যিক স্থায়িত্ব এবং লিগের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে এই ২১ বছরের নকশা আইএসএল-কে কোন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেদিকেই এখন তাকিয়ে ক্লাব, খেলোয়াড় ও সমর্থকরা।

Advertisements