Emiliano: ভারতের ক্লাবে সই করলেন আর্জেন্টিনার এমিলিয়ানো

Emiliano

আর্জেন্টিনার নাম উচ্চারণ করলেই এখন চোখের সমানে ভেসে ওঠে বিশ্বকাপ হাতে লিওনেল মেসির ছবি, সেই সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কান্ডারী এমিলিয়ানো মার্টিনেজের ফ্রান্সের বিরুদ্ধে করা অসাধারণ সেই সেভ। ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব নিশ্চিত করেছেন আর্জেন্টিনার এক ফুটবলারকে। তার নামও এমিলিয়ানো।

গত মরসুমে প্রত্যাশা মতো খেলতে পারেনি চার্চিল ব্রাদার্স। নতুন মরসুমে একই জিনিসের পুনরাবৃত্তি চায় না ক্লাব। ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকে দল গড়ার কাজ শুরু করে দিয়েছিল চার্চিল ব্রাদার্স টিম ম্যানেজমেন্ট। নতুন কোচ নিয়োগ করা হয়েছে অনেক আগে। আর্জেন্টিনার অন্যতম নামকরা কোচ এবার ভারতীয় ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাবে। তিনি আবার ছিলেন লিওনেল মেসির ছোটবেলার ক্লাবের দায়িত্বে। এবার চার্চিল ব্রাদার্সে আর্জেন্টিনা থেকে যুক্ত হচ্ছেন আরও একজন।

   

ভারতে এমিলিয়ানো Callegari এর আগমনের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে চার্চিল ব্রাদার্স। ২৭ বছর বয়সী আর্জেন্টিনার এই ফুটবলার খেলেন মূলত রক্ষণ ভাগে। সেন্টার ব্যাক পজিশনেই খেলেছেন বেশিরভাগ ম্যাচ। তবে দলের প্রয়োজনে সাইড ব্যাক হিসেবেও খেলার অভিজ্ঞতা তার রয়েছে।

আর্জেন্টিনার ফুটবলার হলেও কেরিয়ারের বেশিরভাগ সময় তার কেটেছে ইতালিতে। ইতালির একাধিক ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া খেলেছেন মাল্টার ক্লাবে। মাঝে বেশ কিছু দিন ছিলেন মাঠের বাইরে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন