Indian Football : কাঠফাটা রোদে অনুশীলন-ম্যাচ, প্রশ্নের মুখে ফুটবল সংস্থা

Indian Football : সন্তোষ ট্রফিতে বাংলার ম্যাচ হয়েছে সকালে সাড়ে ৯ টায়। আকাশে গনগনে সূর্য। রোদে পোড়া মাঠে খেলা। ম্যাচ শেষে অসুস্থ ফুটবলার। আই লিগেও…

short-samachar

Indian Football : সন্তোষ ট্রফিতে বাংলার ম্যাচ হয়েছে সকালে সাড়ে ৯ টায়। আকাশে গনগনে সূর্য। রোদে পোড়া মাঠে খেলা। ম্যাচ শেষে অসুস্থ ফুটবলার। আই লিগেও এমন তপ্ত সময়ে অনুশীলন এবং খেলার ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ।

   

চড়া রোদে বাইরে বেশিক্ষণ থাকতে নিষেধ করেন চিকিৎসকরা। ফুটবল মাঠের জন্যও এই পরামর্শের অন্যথা হওয়ার কথা নয়। কিন্তু ফুটবল সংস্থা এবং আয়োজকদের মনোভাব দেখে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে।

আই লিগের ম্যাচ হচ্ছে পশ্চিমবঙ্গে। অভিযোগ, প্রচন্ড রোদের মধ্যে ফুটবলারদের মাঠে নামতে হচ্ছে। বাধ্য হয়ে করানো হচ্ছে অনুশীলন। কখনও-বা ম্যাচ।

বাংলার সন্তোষ ট্রফির ম্যাচ হয়েছে সকাল সাড়ে ন’টায়। দক্ষিণ ভারতের গরমে। খেলার আগে দলের অন্যতম ফুটবলার মহিতোষ রায় অসুস্থ হয়ে পড়েছিলেন। তবুও ৪১ ডিগ্রি সেলসিয়াস গরমে তিনি মাঠে নেমেছিলেন। এই অবস্থায় খেলোয়াড়দের ভাল-মন্দের আশঙ্কা রয়ে যাচ্ছে। কাঠগড়ায় ফেডারেশন।