বর্তমানে নেপালের (Nepal) রাজনৈতিক অস্থিরতা ও সহিংস আন্দোলনের মাঝখান থেকে অবশেষে উদ্ধার করা হল ভারতীয় ভলিবল দল (Volleyball team ) ও টিভি উপস্থাপিকা উপাসনা গিলকে (Upasana Gill)। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে শুরু হওয়া তরুণদের আন্দোলন অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা দেশে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে, পদত্যাগ করতে বাধ্য হন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
India Cricket Team : পাক ম্যাচের আগে ভারতীয় দলের ভিডিও ঘিরে চাঞ্চল্য, কি বার্তা কোচের?
এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির জেরে বিপাকে পড়েছিলেন পোখরায় ফ্র্যাঞ্চাইজি ভলিবল লিগের সম্প্রচারকারী চ্যানেলের উপস্থাপিকা উপাসনা গিল। একইভাবে আটকে পড়েছিলেন ভারতের একটি ভলিবল দল, যারা প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গিয়েছিলেন।
গত বুধবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় উপাসনা গিল আবেদন জানান ভারতীয় দূতাবাসের (Indian Embassy) কাছে, যাতে দ্রুত তাঁকে উদ্ধার করে ভারতে ফেরানো যায়। ভিডিওতে তিনি বলেন, “আমি একটি ভলিবল লিগের আয়োজনে নেপালে এসেছিলাম। যেখানে ছিলাম সেই হোটেল আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাণ বাঁচাতে সমস্ত জিনিসপত্র হোটেলে রেখেই পালাতে হয়েছে। আমি এখন পোখরায় রয়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন।”
Mohammedan SC : মুখ্যামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে স্পনসর জট? সুপার কাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল মহামেডান
I am deeply alarmed by the escalating turmoil in Nepal that has placed our citizens in grave peril, including India’s volleyball athlete Ms. Upasana Gill from Pokhara. Her harrowing account,of her hotel being set ablaze and of mobs pursuing her with sticks,reveals the sheer… pic.twitter.com/RxIsA14YrQ
— Malvinder Singh Kang (@kang_malvinder) September 11, 2025
উপাসনার এই আবেগঘন আর্তি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভারতীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস উপাসনা এবং ভলিবল দলের সঙ্গে যোগাযোগ করে এবং তাঁদের উদ্ধার করে কাঠমান্ডুতে একটি সুরক্ষিত স্থানে নিয়ে আসে।
Indian embassy rescues volleyball team stranded in #Nepal amid protests https://t.co/aR0ZNA75LL via @indiatoday @MEAIndia
— Shivani Sharma (@shivanipost) September 12, 2025
জানা গিয়েছে, পোখরার যে হোটেলে উপাসনা গিল ছিলেন, সেখানে আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দেয়। ওই সময় তিনি হোটেলের স্পা-তে ছিলেন। হঠাৎই আতঙ্কিত কর্মীরা ছুটে এসে সতর্ক করলে তিনি সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান। হোটেলে তাঁর সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে, ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে যে, ভলিবল দলের অধিকাংশ সদস্য ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন। বাকিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। দূতাবাস কাঠমান্ডুতে একটি কন্ট্রোল রুম চালু করেছে এবং জরুরি হেল্পলাইন নম্বরও সক্রিয় রাখা হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য।
Duleep Trophy Final : ফাইনালের মঞ্চে শতরান কোহলির সতীর্থের, সুযোগ পাবেন ভারতীয় দলে?
প্রসঙ্গত, নেপালে সরকারের তরফে হঠাৎ করেই সমস্ত সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর বিরুদ্ধে দেশের তরুণ প্রজন্ম ক্ষোভে ফেটে পড়ে। দ্রুতই সেই প্রতিবাদ রূপ নেয় সহিংস আন্দোলনে। বিদ্রোহ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৫১ জনের, যার মধ্যে এক ভারতীয় মহিলার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে নেপাল পুলিশ। তবে তাঁর নাম এখনও প্রকাশ করা হয়নি।
উদ্ধার হওয়া উপাসনা গিল এবং ভারতীয় খেলোয়াড়রা আপাতত নিরাপদে রয়েছেন। ভারতীয় দূতাবাস ও সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানানো হয়েছে।
Indian embassy rescues volleyball team & Upasana Gill stranded in Nepal amid widespread unrest