বছর কয়েক আগে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) জার্সিতে আইএসএলের শিল্ড জিতেছিলেন হার্দিক ভাট (Hardik Bhatt)। পরবর্তীতে লোনের মেয়াদ শেষ হতেই ফিরে গিয়েছিলেন রাজস্থান ইউনাইটেড। গত আইলিগে সেই দলের জার্সিতে খেলেছেন একাধিক ম্যাচ। নয়া সিজনের জন্য আবার তাঁকে দলে টানল আইএসএলের এই ফুটবল ক্লাব। একটি মরসুমের চুক্তিতে ফের মুম্বাইয়ের জার্সিতে খেলতে দেখা যাবে হার্দিককে।
নিজের পুরনো দলে ফিরে এই ডিফেন্ডার বলেন, ‘মুম্বাই সিটিতে ফিরতে পেরে আমি যথেষ্ট আনন্দিত। ক্লাবটি আমার হৃদয়ে বিশেষ স্থান গ্ৰহন করে আছে। আমি আবার এই দলের জার্সি পড়তে পেরে যথেষ্ট সম্মানিত। এমন একটি দলের অংশ হতে পারা যথেষ্ট গৌরবের। যারা ধারবাহিক ভাবে সাফল্য পেয়ে আসছে। এবং আমি আসন্ন মরসুমে দলের সাফল্যের জন্য অবদান রাখতে চাই’।
মূলত রাইট ব্যাক হিসেবে অধিক পরিচিত হলেও প্রয়োজনে রাইট উইং থেকে ও সক্রিয় হয়ে উঠতে পারেন এই ফুটবলার। নতুন মরসুমে দলের রক্ষণভাগের শক্তি বাড়াতে তাঁর উপরেই ভরসা রেখেছে সিটি ম্যানেজমেন্ট।
এই প্রসঙ্গে মুম্বাই কোচ পেট্র ক্র্যাটকি বলেন, ‘হার্দিককে দলে ফিরে পেয়ে আমরা যথেষ্ট উচ্ছ্বসিত। তিনি একজন মুম্বাইয়ের বাসিন্দা। যিনি আগে ও আমাদের দলের সাথে ছিলেন। সে নিজের খেলায় উন্নতি করার পাশাপাশি দলকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’