HomeSports Newsভাই-বোনের ভালোবাসায় ভরে উঠল ক্রিকেটারদের রাখি উৎসব, দেখুন ছবি গ্যালারি

ভাই-বোনের ভালোবাসায় ভরে উঠল ক্রিকেটারদের রাখি উৎসব, দেখুন ছবি গ্যালারি

- Advertisement -

রাখি বন্ধনের (Raksha Bandhan) উৎসব যেমন ভাই-বোনের ভালোবাসা আর প্রতিশ্রুতি থাকে, তেমনি এবছর সেই আবেগ ছুঁয়ে গেল ক্রিকেট জগতকেও। ভারতীয় ক্রিকেট (Indian Cricketers) তারকারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করলেন তাদের রাখি উৎসবের ব্যক্তিগত মুহূর্তগুলি। ছবি, ক্যাপশন ও শুভেচ্ছায় ভরে উঠল ইন্সটাগ্রাম থেকে ট্যুইটার। সবার চোখে পড়ল সেই চিরন্তন ভাই-বোনের বন্ধন।

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব রাখির দিনে তার বোনের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ছবিগুলোতে যেমন ভালোবাসার ছাপ রয়েছে, তেমনি ফুটে উঠেছে দুষ্টুমির রসও। তিনি লিখেছেন, “শেষ ছবিটাই আমাদের সম্পর্কের আসল পরিচয়। শুভ রক্ষাবন্ধন।” সূর্যকুমার বর্তমানে চোট কাটিয়ে উঠতে চেষ্টা করছেন। আগামী মাসের এশিয়া কাপের জন্য কঠোর পরিশ্রম করছেন। তার ব্যস্ততা বা চোটের মধ্যেও পরিবারের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতে ভোলেননি তিনি।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Surya Kumar Yadav (SKY) (@surya_14kumar)

অন্যদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া শ্রেয়াস আইয়ার তার বোনের সঙ্গে একটি সুন্দর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “শুভ রক্ষাবন্ধন।” শ্রেয়াসের এই সাদামাটা কিন্তু আন্তরিক পোস্টও ভাই-বোনের সম্পর্কের উষ্ণতা প্রকাশ করেছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shreyas Iyer (@shreyasiyer96)

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার রিঙ্কু সিং দিক থেকেও এসেছে একটি সুন্দর পোস্ট। তার বোন নেহা সিং একটি ছবি শেয়ার করেন যেখানে দেখা যাচ্ছে ভাই-বোন একসঙ্গে রাখির অনুষ্ঠান পালন করছেন। তিনি ক্যাপশনে লেখেন, “শুভ রক্ষাবন্ধন ভাই” এবং ট্যাগ করেন রিঙ্কুকে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neha ❤️ (@_neha_singh_0700)

রাখি বন্ধনের এই বিশেষ দিনে, ভারতীয় ক্রিকেটাররা প্রমাণ করলেন যে মাঠের বাইরেও তাদের জীবনে পরিবারের গুরুত্ব কতটা বেশি। সাফল্যের শিখরে থেকেও তারা ভুলে যান না সেই ছোটবেলার দিনগুলো, যখন একটি রাখি আর একমুঠো মিষ্টিই ছিল আনন্দের কেন্দ্রবিন্দু।

Indian Cricketers share heartwarming Raksha Bandhan moments on social media

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular