Washington Sundar : এশিয়া কাপে সুযোগ না পেয়ে ইংল্যান্ডে পাড়ি দিচ্ছেন তারকা ক্রিকেটার

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও এশিয়া কাপের (Asia Cup) দলে সুযোগ হয়নি ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। তবে হতাশ না হয়ে নতুন…

Indian Cricketer Washington Sundar to play for Hampshire in England Country Championship

ইংল্যান্ডের (England) বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করার পরেও এশিয়া কাপের (Asia Cup) দলে সুযোগ হয়নি ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar)। তবে হতাশ না হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ভারতীয় অলরাউন্ডার (Indian Cricketer)। এবারে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে (England Country Championship) হ্যাম্পশায়ারের হয়ে খেলতে চলেছেন ২৫ বছর বয়সী ক্রিকেটার।

AIFF to Super Cup : সুপার কাপ জিতলেই…! বড় সিদ্ধান্ত শোনাল ফেডারেশন

   

ভারতের হয়ে টেস্টে নজরকাড়া পারফরম্যান্স ছিল তাঁর। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই শতরান করে চমকে দিয়েছিলেন ক্রিকেটবিশ্বকে। গোটা সিরিজে ৪৭ গড়ে ২৮৪ রান করেন তিনি। পাশাপাশি বল হাতে ৭ উইকেটও সংগ্রহ করেন। কিন্তু এত ভালো পারফরম্যান্সের পরও নির্বাচকদের আস্থাভাজন হতে পারেননি। তাঁকে রাখা হয়েছিল এশিয়া কাপের রিজার্ভে।

এই পরিস্থিতিতে চুপ করে না থেকে নিজের ছন্দ ধরে রাখতেই কাউন্টি ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুন্দর। হ্যাম্পশায়ার ক্লাব নিজেদের সামাজিক মাধ্যমের মাধ্যমে জানিয়েছে, ‘‘দু’টি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ওয়াশিংটন সুন্দরের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফর্মে ছিল ও। সমারসেট এবং সারের বিরুদ্ধে আমাদের হয়ে খেলবে। ওর মতো একজন প্রতিভাবান ক্রিকেটারকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’’

হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট বলেন, ‘‘ওয়াশিংটন খুব প্রতিশ্রুতিবদ্ধ ও পেশাদার ক্রিকেটার। লাল বলের ক্রিকেটে ওর দক্ষতা আমাদের দলের জন্য বড় প্রাপ্তি হবে। ওকে ক্লাবে স্বাগত জানাই।’’

Nepal : “শিলিগুড়ি…!” নেপালের পরিস্থিতি নিয়ে একী বললেন ভাইচুং

Advertisements

চলতি কাউন্টি মরসুমে হ্যাম্পশায়ারের হয়ে খেলা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হতে চলেছেন সুন্দর। এর আগে চারটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন তিলক বর্মা। যদিও এর আগে ২০২২ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি খেলার অভিজ্ঞতা ছিল ওয়াশিংটনের। সেই বছর ওয়ান ডে কাপে খেলেছিলেন তিনি।

এই মুহূর্তে ভারতীয় দলে সুযোগ না পেলেও, ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট নিজেকে আরও প্রস্তুত রাখা বড় মঞ্চের জন্য। কাউন্টি চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় খেললে বিদেশের মাটিতে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস, দু’টোই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

হ্যাম্পশায়ারের হয়ে যেসব ম্যাচে মাঠে নামবেন ওয়াশিংটন, সেগুলি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার লড়াইয়ে এই ম্যাচগুলির ফল নির্ধারণ করবে তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা। সেই প্রেক্ষিতে একজন অলরাউন্ডারের ভূমিকায় ওয়াশিংটনের গুরুত্ব অনেকটাই বেশি।

Indian Cricketer Washington Sundar to play for Hampshire in England Country Championship