সচিন-সৌরভের ঝুলিতেও নেই! এই রেকর্ড গড়ে ধোনিকে ছুঁলেন কোহলি

সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা – কারও ঝুলিতেই এই (Virat Kohli) রেকর্ড নেই। এর আগে কেবলমাত্র একজন ভারতীয় এই রেকর্ড করতে পেরেছেন। তিনি মহেন্দ্র…

সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, রোহিত শর্মা – কারও ঝুলিতেই এই (Virat Kohli) রেকর্ড নেই। এর আগে কেবলমাত্র একজন ভারতীয় এই রেকর্ড করতে পেরেছেন। তিনি মহেন্দ্র সিং ধোনি। আর শনিবার টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে ধোনিকে ছুঁলেন বিরাট কোহলি (Virat Kohli)। এখন সকল ক্রিকেটপ্রেমীর মনেই প্রশ্ন জাগছে – কী সেই রেকর্ড?

   

ভারতের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি বড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন বিরাট কোহলি। আর আগে এই রেকর্ড গড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এই তিনটি টুর্নামেন্ট হল – এক দিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ।

শনিবার টসে জিতে ব্যাটিং নেয় রোহিত শর্মার ভারত। বিরাটের দুর্দান্ত ৭৬, অক্ষর ৪৭, শিবম দুবের ২৭ রানের সৌজন্যে ২০ ওভাবে ১৭৬ রান করে রোহিত ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৯ রানে থমকে যায় দক্ষিণ আফ্রিকা। ৩ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে দুর্দান্ত ভারতের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য।

T20 World Cup Cricket Match: রোহিতের এই ভুলের জন্য বিশ্বকাপ হাতছাড়া করতে বসেছিল ভারত

যশপ্রীত বুমরাহও বল হাতে কেরামতি দেখান। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ২ উইকেট নেন বুমরাহ। কুইনটন ডি কক (৩৯ রান), স্টাবস (৩১ রান), হেনরিখ ক্লাসেন (৫২ রান), ডেভিড মিলার (২১ রান) জমিয়ে দিয়েছিলেন ম্যাচ। কিন্তু তা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ডেথ ওভারে অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ম্যাচ পকেটে পোরে টিম ইন্ডিয়া।

এই প্রথম অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল কোনও দেশ। এ বার বিশ্বকাপে কোনও ম্যাচ হারেনি ভারত। ফাইনাল সহ সমস্ত ম্যাচে জয় পেয়েছে তারা। কেবলমাত্র গ্রুপ পর্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির জন্য বাতিল বলে ঘোষণা করা হয়। দু’দলের মধ্যে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়।

শুধু বিশ্বকাপ জয়ই নয়, আরও অনেক রেকর্ড গড়ল টিম ইন্ডিয়া

বিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে ভারত ১৭৬ রান করে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে কোনও দল এত রান করেনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিতরা।