টেস্ট সিরিজে গুরুত্ব নতুন মুখদের! বিশ্রাম পেলেন এই তিন তারকা

এশিয়া কাপের (Asia Cup 2025) সাফল্যকে পিছনে ফেলে এবার নতুন মিশনে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে প্রথম হোম সিরিজ…

Indian Cricket Team vs West Indies test Series 2025 Preview Squad

এশিয়া কাপের (Asia Cup 2025) সাফল্যকে পিছনে ফেলে এবার নতুন মিশনে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রে প্রথম হোম সিরিজ শুরু হচ্ছে আগামী ২ অক্টোবর থেকে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দুই ম্যাচের এই টেস্ট সিরিজকে ঘিরে ভারতীয় শিবিরে (India Cricket News) শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। তবে প্রথম একাদশ নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েই গেছে টিম ম্যানেজমেন্টের মধ্যে (Bengali Sports News)।

Advertisements

এটাই অধিনায়ক হিসেবে শুভমন গিলের প্রথম হোম সিরিজ। ইংল্যান্ড সফরে তাঁর নেতৃত্বে ভারত সিরিজ ড্র করেছিল। এবার ঘরের মাঠে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান মজবুত করতে মরিয়া গিল। অন্যদিকে সহ-অধিনায়ক হিসাবে এই সিরিজই প্রথম চ্যালেঞ্জ রবীন্দ্র জাদেজার জন্য।

   

আহমেদাবাদের মোতেরায় প্রথম টেস্টের আগে পিচে ঘাস দেখা গেলেও ধারণা করা হচ্ছে ম্যাচের দিন তা অনেকটাই কেটে যাবে। পিচ পরিস্থিতি মাথায় রেখেই বোলিং আক্রমণে ভারসাম্য আনার চেষ্টা করছে ভারত। প্রথম দিনের অনুশীলনে বিশ্রাম দেওয়া হয় জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে। সামনে ঠাসা সূচি থাকায় তাঁদের সামলেই ব্যবহার করা হচ্ছে।

ব‍্যাটিং অর্ডার প্রায় স্থির হলেও, দল গঠনে দোটানা তৈরি হয়েছে অলরাউন্ডার ও স্পিনারদের জায়গা নিয়ে। ঋষভ পন্থ এখনও ফিট না হওয়ায় তাঁর জায়গায় উইকেটকিপার-ব্যাটার হিসেবে সুযোগ পাচ্ছেন ধ্রুব জুরেল। অলরাউন্ডার হিসাবে নিশ্চিতভাবে খেলবেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। তবে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মধ্যে কে প্রথম একাদশে সুযোগ পাবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

ভারতের স্কোয়াডে যেমন অভিজ্ঞতার ঝলক রয়েছে, তেমনি নতুন মুখের উপস্থিতিও নজরকাড়া। তরুণ ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কাল ও নীতীশ কুমার রেড্ডি। এদের মধ্যে কাউকে খেলিয়ে ভবিষ্যতের পরিকল্পনাও খতিয়ে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

এই সিরিজের পর ভারতীয় দল যাবে অস্ট্রেলিয়া সফরে, যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তার আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় ভারত। নভেম্বরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে আরেকটি টেস্ট সিরিজ থাকায় এই সিরিজ ভারতীয় দলের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

ভারতের স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে)

অধিনায়ক: শুভমন গিল | সহ-অধিনায়ক: রবীন্দ্র জাদেজা

যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কাল, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নারায়ণ জগদীশন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা পাকা করতে হলে এই হোম সিরিজে জয় অত্যন্ত জরুরি। প্রথম টেস্টেই দেখা যাবে, শুভমন গিলের নেতৃত্বে নতুন ভারতীয় টেস্ট দল কতটা প্রস্তুত নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে।

Indian Cricket Team vs West Indies test Series 2025 Preview Squad