এশিয়া কাপে টি-টোয়েন্টি শিরোপা জয়ের পর ফের লাল বলের ক্রিকেটে ফিরছে ভারতীয় দল (Indian Cricket Team)। ২ অক্টোবর থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে দুই ম্যাচের টেস্ট সিরিজ (Test Match), প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে ভারতীয় দলের (India Cricket News) জন্য ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের প্রথম হোম সিরিজ (Bengali Sports News)।
ভারতীয় দলে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। এই সিরিজ ঘিরে দর্শকদের মধ্যে যেমন রয়েছে উন্মাদনা, তেমনই ক্রিকেট বিশেষজ্ঞদের নজর রয়েছে তরুণ অধিনায়ক শুভমন গিলের (Shubman Gil) উপর। ইংল্যান্ড সফরে ঐতিহাসিক পারফরম্যান্সের পর এবার ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথমবার টেস্ট সিরিজে নেতৃত্ব দেবেন গিল।
শুভমনের নেতৃত্বে নতুন যাত্রা
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দুরন্ত নেতৃত্ব এবং ব্যাট হাতে ৭৫৪ রানের অসাধারণ ইনিংস খেলে নিজের অধিনায়কত্ব যোগ্যতা প্রমাণ করেছেন শুভমন গিল। ইংল্যান্ডে সিরিজ ২-২ ড্র করেই ফিরেছিল ভারত। এরপর এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাসে ভরপুর দল এবার চাইছে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখতে।
ভারতের সম্ভাব্য প্রথম একাদশে দেখা যেতে পারে :
যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।
চোখ থাকবে তরুণ ব্যাটার সাই সুদর্শনের দিকে। ইংল্যান্ড সফরে সুযোগ পেয়েও নিজেকে পুরোপুরি মেলে ধরতে পারেননি। তবে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর কাছে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ।
পিচ ও আবহাওয়া রিপোর্ট
আহমেদাবাদে প্রথম টেস্টের আগে পিচ নিয়ে চলছে আলোচনা। দুই দিন আগেও উইকেটে ছিল ঘাসের প্রলেপ। সাম্প্রতিক বৃষ্টির কারণে উইকেটের চরিত্রে কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করছেন কিউরেটররা। তবে ভারতীয় দল এবার ঘরের মাঠে “র্যাঙ্ক টার্নার” তৈরি না করে আরও ব্যালান্সড পিচ তৈরি করতে চায়, বিশেষ করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েকদিন আহমেদাবাদে আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। যদিও প্রথম দিনের খেলা ভেস্তে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
সিরিজের তাৎপর্য
এই সিরিজ শুধু পয়েন্ট টেবিলের জন্য নয়, বরং আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ হতে চলেছে ভারতীয় দলের জন্য। গত বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ সিরিজ হারের পর এই সিরিজকে ঘিরে রয়েছে বাড়তি প্রত্যাশা। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের দল অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল হলেও। তারা ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে কতটা সক্ষম হবে, সেটাই দেখার।
অতএব, ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টেস্ট সিরিজ ভারতের জন্য শুধুমাত্র আরেকটি সিরিজ নয়। বরং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের দাপট ফেরানোর প্রথম পদক্ষেপ।
🔍 India’s Probable XI for 1st Test vs West Indies! 🇮🇳🏏
Are you ready for some red-ball action? 💪
Who’s in your dream XI? 👇
📸: BCCI#INDvsWI #ProbableXI #TestCricket #TeamIndia #RedBallCricket #MatchPreview #IndianCricket #CricketUpdates #BleedBlue pic.twitter.com/c40nId3uCL
— SportsTiger (@The_SportsTiger) October 1, 2025
Indian Cricket Team vs West Indies Test match 2025 Prediction XI under Shubman Gill captaincy