
টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। হাতে সময় আর মাত্র দু’মাস। ঠিক এই মুহূর্তেই ভারতীয় শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম। ২০২৪ সালের অক্টোবরে শেষ হাফসেঞ্চুরির পর থেকে বড় ইনিংস নেই তাঁর ব্যাটে। ফলে সমর্থকদের উদ্বেগ বাড়ছে, বাড়ছে অধিনায়কের উপর চাপও। সেই চাপ কাঁধে নিয়েই বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)।
লখনউয়ের ২২ গজে স্পিনই ভরসা গুরু গম্ভীরের, বদলে গিয়ে রইল সম্ভাব্য একাদশ!
রানের খরায় থাকলেও সূর্যের উপর আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট। সতীর্থ শিবম দুবে মঙ্গলবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, অধিনায়ক এখনও দলের অন্যতম বড় ম্যাচ-উইনার। শিবম দুবে জানান, “সূর্য এমন একজন ক্রিকেটার যে চার-পাঁচটা ম্যাচ একাই জিতিয়ে দিতে পারে। ফর্ম না থাকলেও ও কখনও খারাপ ক্রিকেটার হয়ে যায় না।”
অধিনায়কের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে শিবম আরও বলেন, “সূর্য বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। ও যা করতে পারে, অনেকেই তা পারে না। হয়তো এই মুহূর্তে ও রানের মধ্যে নেই, কিন্তু সঠিক সময়েই ও ফিরবে। যে কোনও দিনই ওর ব্যাটে বিস্ফোরণ ঘটতে পারে।”
শুধু ব্যাটিং নয়, সূর্যের মানসিক দৃঢ়তাকেও সামনে এনেছেন শিবম। তাঁর মতে, রান আসুক বা না আসুক, সূর্যের মানসিকতা একই থাকে। লড়াকু মনোভাব, দলের জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতা এবং ৩৬০ ডিগ্রি শট খেলার ক্ষমতাই তাঁকে প্রতিপক্ষের কাছে ভয়ংকর করে তোলে।
তবে সূর্য একা নন। সহ-অধিনায়ক শুভমন গিলও সম্প্রতি বড় ইনিংসের দেখা পাচ্ছেন না। সেখানেও আস্থার বার্তা দিয়েছেন শিবম। তিনি বলেন,
“শুভমনের ফর্মে ওঠানামা থাকলেও ওর গড় আর স্ট্রাইক রেট এখনও যথেষ্ট ভালো। দীর্ঘদিন ধরে ভারতের হয়ে পারফর্ম করছে। ফর্মের উত্থান-পতন খেলারই অঙ্গ। শুভমন যে ভারতের অন্যতম সেরা ব্যাটার, তা নিয়ে কোনও সন্দেহ নেই।”
এদিকে চোটের কারণে অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় দলে ডাকা হয়েছে বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদকে। একানার উইকেটে তাঁকে খেলানো হতে পারে। অন্যদিকে, আগের ম্যাচে বিশ্রামে থাকা জশপ্রীত বুমরাহ এই ম্যাচে ফিরবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
সব মিলিয়ে একানা স্টেডিয়ামের আলোয় চতুর্থ টি-টোয়েন্টি শুধু আর একটি ম্যাচ নয়। সূর্য-গিলের ফর্মে ফেরার মঞ্চ, বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার লড়াই এবং সিরিজে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ভারতের সামনে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
চতুর্থ টি-টোয়েন্টি
লখনউ, একানা স্টেডিয়াম
সময়: সন্ধ্যা ৭টা
সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস










