
২০২৬ সালকে সামনে রেখে ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team) বড়সড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। বিশেষ করে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএল শেষ হওয়ার পর একাধিক অভিজ্ঞ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ২০২৫ সালে ১০ জনের বেশি ভারতীয় ক্রিকেটার অবসর নেওয়ায়, আগামী বছর আরও বড় নামের অবসর ঘোষণার সম্ভাবনা নিয়ে চর্চা তুঙ্গে।
সবচেয়ে আলোচিত নাম ভারতীয় তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। তিন ফরম্যাটেই জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হলেও, দীর্ঘদিনের কাজের চাপ ও ফিটনেস ব্যবস্থাপনার কথা মাথায় রেখে তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টেস্ট ও একদিনের ক্রিকেটে নিজেকে আরও দীর্ঘ সময় কার্যকর রাখতেই এমন সিদ্ধান্ত নিতে পারেন বুমরাহ।
অন্যদিকে, অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা কাটেনি। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজরকাড়া। তবে বয়স ৩৫ পেরোনো এবং একাধিক শারীরিক সমস্যার কারণে ২০২৬ সালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন বলে জল্পনা চলছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব পরিবর্তনের পর ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মার পর দায়িত্ব নিয়ে তিনি ২০২৫ সালের এশিয়া কাপে দলকে সাফল্য এনে দেন। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর নেতৃত্বেই খেলবে ভারত। তবে সূত্রের খবর, বয়স ও ফিটনেসের কথা বিবেচনা করে বিশ্বকাপের পর সূর্যকুমারও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
সব মিলিয়ে, ২০২৬ সাল ভারতীয় ক্রিকেটের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় হতে চলেছে। একাধিক অভিজ্ঞ ক্রিকেটারের বিদায়ে জাতীয় দলে নতুন মুখ, নতুন নেতৃত্ব এবং নতুন কৌশলের পথ আরও প্রশস্ত হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখার, জল্পনা কতটা বাস্তব রূপ নেয়।










