রায়পুরে যেন শুক্রবার রাতটা ছিল পুরোপুরি নীল-সোনালি রঙে মোড়া। সূর্যকুমার যাদব আর ঈশান কিশনের বিধ্বংসী ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০৯ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য মাত্র ১৫.২ ওভারেই টপকে গেল ভারত (Indian Cricket Team)। এই জয়ের সঙ্গে সঙ্গে একের পর এক রেকর্ড গড়ল ভারতীয় দল। এমনকি ভাঙল পাকিস্তানের বিশ্বরেকর্ডও। তবে উৎসবের রাতে অজান্তেই ঢুকে পড়ল এক লজ্জার অধ্যায়ও।
নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভারত। অধিনায়ক সূর্যকুমার যাদব ৩৭ বলে অপরাজিত ৮২ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। তাঁর সঙ্গে সমান তালে তাণ্ডব চালান ঈশান কিশন। ৩২ বলে করেন ৭৬ রান। দু’জনের ব্যাটে ভর করেই অসম্ভবকে সম্ভব করে ভারত।
এদিনের ম্যাচে দল হিসাবে একাধিক নজির গড়েছে ভারত, টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠবার ২০০-র বেশি রান তাড়া করে জিতল ভারত। এই তালিকায় ভারতের উপরে শুধু অস্ট্রেলিয়া (৭ বার)।
২৮ বল বাকি থাকতে ২০০-র বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের ক্ষেত্রে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে নতুন রেকর্ড। এতদিন এই নজির ছিল পাকিস্তানের দখলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধেই তারা ২৪ বল বাকি থাকতে জিতেছিল।
ব্যক্তিগত রেকর্ডেও নাম তুলেছেন ঈশান কিশন। মাত্র ২১ বলে অর্ধশতরান করে তিনি টি-টোয়েন্টিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম অর্ধশতরানকারী ভারতীয় ব্যাটার হলেন।
তবে এই দাপুটে জয়ের মাঝেও ঢুকে পড়েছে এক লজ্জার রেকর্ড। ভারতীয় জোরে বোলার অর্শদীপ সিং ম্যাচের প্রথম ওভারেই দিয়ে বসেন ১৮ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় বোলার হিসেবে ম্যাচের প্রথম ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড এটি।
সব মিলিয়ে, রায়পুরের রাত ভারতীয় ক্রিকেটের জন্য একদিকে যেমন রেকর্ডের রূপকথা, তেমনই মনে করিয়ে দিল-সাফল্যের আড়ালেও থেকে যায় কিছু অস্বস্তিকর পরিসংখ্যান। তবু সূর্য-ঈশানের ব্যাটিং ঝড়ে সেই সব ছাপিয়ে আলোয় ভাসল ভারতের ঐতিহাসিক জয়।
