ওভালে ভাগ্য নির্ধারক ম্যাচে ভারতের চার নতুন মুখ! রইল সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড (England) সফরে সিরিজের শেষ টেস্টে ভারতের দল (Indian Cricket Team) গঠনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হবে…

Indian Cricket Team Possible Playing XI against England in Anderson-Tendulkar Trophy at Oval Test

ইংল্যান্ড (England) সফরে সিরিজের শেষ টেস্টে ভারতের দল (Indian Cricket Team) গঠনে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) পঞ্চম টেস্ট অনুষ্ঠিত হবে ওভালে (Oval Test), ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত। ভারতের ভাগ্য নির্ধারকের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দল থেকে বাদ পড়ছেন ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহ সহ আরও দুই জন। সেই জায়গায় দেখা যেতে পারে অন্তত চারজন নতুন খেলোয়াড়কে।

চতুর্থ টেস্টের প্রথম দিনেই পায়ে চোট পান ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। সেই চোট থেকে সেরে না ওঠায় তিনি থাকছেন না ওভালের ম্যাচে। তাঁর পরিবর্তে দলে ঢুকেছেন তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল। যদিও ভারতীয় বোর্ড তামিলনাড়ুর উইকেটরক্ষক নারায়ণ জগদীশনকে (নারায়ণ জগদীশন) পন্থের রিপ্লেসমেন্ট হিসেবে দলে অন্তর্ভুক্ত করেছে, তবে প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশি জুরেলেরই।

   

বিশ্বের এক নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ তিনটি টেস্ট খেলার জন্যই ইংল্যান্ড সফরে ছিলেন। তিনি ইতিমধ্যেই তিনটি ম্যাচে অংশগ্রহণ করেছেন। তাই ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’র অংশ হিসেবে ওভাল টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও অধিনায়ক শুভমন গিল বা কোচ গৌতম গম্ভীর কেউই এই বিষয়ে নিশ্চিত কিছু বলেননি, কিন্তু সূত্রের খবর অনুযায়ী তিনি থাকছেন না।

দ্বিতীয় টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করা আকাশ দীপ (১০ উইকেট) চতুর্থ টেস্টে চোটের কারণে খেলতে পারেননি। এবার তিনি ফিট হয়ে দলে ফিরতে পারেন। পাশাপাশি ম্যানচেস্টারে ব্যর্থ হওয়া শার্দুল ঠাকুর এবং অংশুল কাম্বোজের জায়গায় সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব ও অর্শদীপ সিং।

লেফট-আর্ম পেসার অর্শদীপ সিং এখনও পর্যন্ত টেস্ট অভিষেক করেননি, তবে তিনি ভারতের সর্বোচ্চ টি২০ উইকেট সংগ্রাহক। চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন তিনি। এবারই হতে পারে তাঁর টেস্টে প্রথমবার সুযোগ পাওয়া।

Advertisements

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের শেষ দিনে অপরাজিত শতরান করে দলের ব্যাটিং ভরসা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। ফলে বাড়তি অলরাউন্ডারের প্রয়োজন পড়ছে না এবং বল হাতে কার্যকরী চারজন স্পেশালিস্ট বোলার নিয়েই মাঠে নামতে চাইছে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশ : যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, করুন নায়ার, শুভমন গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ

Indian Cricket Team Possible Playing XI against England in Anderson-Tendulkar Trophy at Oval Test