শার্দুলের জায়গায় এই ক্রিকেটার? দ্বিতীয় টেস্টে বড় পরিবর্তনের ইঙ্গিত কোচের

Indian Cricket Team decesion

 দ্বিতীয় টেস্টে এই সিদ্ধান্তগুলো বদলাবে বলেই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। বিশেষ করে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) ব্যর্থতা, অতিরিক্ত স্পিনার না খেলানো এবং নীতীশ রেড্ডির (Nitish Kumar Reddy) মতো ফর্মে থাকা অলরাউন্ডারকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রে।

লিডস টেস্টে ভারতের (Indian Cricket Team) হার নতুন করে প্রশ্ন তুলেছে দল নির্বাচনের উপর। বিশেষ করে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) ব্যর্থতা, অতিরিক্ত স্পিনার না খেলানো এবং নীতীশ রেড্ডির (Nitish Kumar Reddy) মতো ফর্মে থাকা অলরাউন্ডারকে বাইরে বসিয়ে রাখার সিদ্ধান্ত এখন আলোচনার কেন্দ্রে। দ্বিতীয় টেস্টে এই সিদ্ধান্তগুলো বদলাবে বলেই ইঙ্গিত দিয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।

   

লিডসে ভারতের (Indian Cricket Team) পরিকল্পনায় ছিল চার পেসার নিয়ে নামা, যেখানে শার্দুল ঠাকুর ছিলেন বোলিং অলরাউন্ডার হিসেবে। কিন্তু ঠাকুর ব্যাট বা বল, দুই বিভাগেই হতাশ করেছেন। তার পরিবর্তে দ্বিতীয় টেস্টে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি। অস্ট্রেলিয়ায় দুর্দান্ত পারফর্ম করার পর থেকেই নীতীশ আলোচনায়। তার সাম্প্রতিক ফর্ম এবং দলে ভারসাম্য আনার সম্ভাবনা তাকে এজবাস্টনে খেলার জন্য এগিয়ে রাখছে।

রায়ান টেন দুশখাতে সাংবাদিক সম্মেলনে বলেন, “নীতীশ রেড্ডি খেলার খুব কাছাকাছি আছে। ওর অস্ট্রেলিয়া সফর ছিল অসাধারণ। দলে আসার পর থেকেই ও নিজের কাজটা করে চলেছে। আগের ম্যাচে আমরা বোলিং অলরাউন্ডার চেয়েছিলাম। কিন্তু এবার চিন্তা-ভাবনা হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার নিয়ে। আর সেক্ষেত্রে নীতীশই আমাদের প্রধান পছন্দ।”

নীতীশ রেড্ডির (Indian Cricket Team) দুর্দান্ত ব্যাটিং সামর্থ্য ছাড়াও তার বোলিং দক্ষতাও এক বড় হাতিয়ার হতে পারে ভারতের জন্য। বিশেষ করে যখন পিচে ভারসাম্য বজায় রেখে খেলোয়াড় নির্বাচন করা হয়। শার্দুল যেখানে দুই বিভাগেই ব্যর্থ, সেখানে নীতীশ হতে পারেন পরবর্তী বড় সমাধান।

তবে শুধু অলরাউন্ডার নয়, ভারতের স্পিন বিভাগ নিয়েও চলছে নতুন পরিকল্পনা। লিডসে একটি মাত্র স্পিনার নিয়ে নামা হয়েছিল, যা শেষ পর্যন্ত ভুল সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। এবার সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই এজবাস্টনের মাঠে দুই স্পিনার খেলানোর ইঙ্গিত মিলেছে সহকারী কোচের কথায়।

ডিজিটাল ইন্ডিয়ার সাফল্যের দশ বছর, মোদীর নতুন চ্যালেঞ্জের ডাক

দুশখাতে জানিয়েছেন, “দুই স্পিনার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কারা খেলবে, সেটা এখনো চূড়ান্ত হয়নি। উইকেটে ১১ মিলিমিটার ঘাস থাকলেও বৃষ্টি ও আবহাওয়া অনুযায়ী আমরা দুই ধরণের পরিকল্পনা তৈরি রেখেছি।”

তিনজন (Indian Cricket Team) স্পিনারই রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর ভালো অনুশীলন করছেন। কুলদীপের স্পিনার হিসেবে দক্ষতা ও সুন্দররের ব্যাটিং সক্ষমতা দুই মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হচ্ছে না। বিশেষ করে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সহকারী কোচের বক্তব্য তা স্পষ্ট করেছে, “ওয়াশি খুব ভাল ব্যাট করছে। কাজেই সিদ্ধান্ত নিতে হচ্ছে, একজন ব্যাটিং অলরাউন্ডার স্পিনার নেব, না পুরোপুরি স্পিনার?”

এছাড়া পেস বিভাগেও বড় সিদ্ধান্ত নেওয়ার পালা। জসপ্রীত বুমরাহ পুরোপুরি ফিট থাকলেও তাকে নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। কারণ পাঁচ ম্যাচের দীর্ঘ সিরিজে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সহকারী কোচ বলেন, “বুমরাহ দ্বিতীয় ম্যাচে খেলার জন্য ফিট। তবে খেলাব কি না, সেটা এখনও নির্ধারিত হয়নি।”

সব মিলিয়ে এজবাস্টন টেস্টে ভারতের (Indian Cricket Team) একাধিক পরিবর্তনের সম্ভাবনা প্রবল। একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায়—যে দল লিডসে ব্যর্থ হয়েছিল, সেই দলই দ্বিতীয় টেস্টে দেখা যাবে না। ব্যাটিং-বোলিং ভারসাম্য, আবহাওয়া ও উইকেটের আচরণ সব মিলিয়ে ভারত চাইছে একটি স্মার্ট ও নমনীয় একাদশ গঠন করতে। আর সেই একাদশে নীতীশ রেড্ডির অন্তর্ভুক্তি এখন সময়ের দাবি বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleStocks vs Mutual Funds: নতুন বছরে বিনিয়োগের সেরা বিকল্প কোনটি? জানুন বিস্তারিত
Next articleNPHRS Tokyo Regional Meet 2025 at Bharat Mandapam concludes with Provisional Fellowship Honors & launch of MARS Helpline
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।