টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে বহু অবিস্মরণীয় মুহূর্ত জন্ম দিয়েছে এই খেলা। তবে ২০২৫ সালের লর্ডস টেস্টে (Lords Test) ভারতীয় দল (Indian Cricket Team) ইংল্যান্ডের (England) বিপক্ষে যে কীর্তি গড়ল, তা নিঃসন্দেহে যুগান্তকারী এবং বিরল। ৭০ বছর পর ফের একবার টেস্ট ম্যাচে এমন এক ঘটনা ঘটল, যা গোটা ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছে।
ইংল্যান্ডের মাটিতে, ক্রিকেটের ‘মক্কা’ বলে খ্যাত লর্ডসের ঐতিহাসিক মাঠে ভারতীয় বোলাররা প্রতিপক্ষের সবকটি উইকেটই তুলে নিয়েছে। তবে এই ম্যাচকে অনন্য করে তুলেছে, ২০ উইকেটের মধ্যে ১২টি উইকেটই ছিল ক্লিন বোল্ড।
সর্বশেষ ১৯৫৫ সালে টেস্ট ক্রিকেটে একটি ম্যাচে ১২ জন ব্যাটসম্যান বোল্ড হয়েছিলেন। সেই ঘটনার সাত দশক পর একই নজির গড়ল ভারত। এই রেকর্ড গড়ার নেপথ্যে রয়েছেন ভারতীয় বোলিং ইউনিটের নিখুঁত পরিকল্পনা, অসাধারণ গতি এবং নিখুঁত লাইন-লেন্থে বল করা। ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ ছিলেন এই কৃতিত্বের মূল কারিগর। তিনি একাই ৬টি উইকেট ক্লিন বোল্ড করেন। যার মধ্যে ছিল অসাধারণ ইয়র্কার, ইনসুইং এবং অফ-স্টাম্প উড়িয়ে দেওয়া বল। প্রতিটি বলেই ছিল আগ্রাসী মনোভাব ও নিখুঁত নিয়ন্ত্রণ।
দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর অফস্পিন হাতে দারুণ জ্বলে ওঠেন। তিনি ৪টি উইকেট নেন, এক্ষেত্রে চারটি উইকেটই ছিল ক্লিন বোল্ড। তার স্পিনের বৈচিত্র্য ও টার্ন ইংলিশ ব্যাটারদের বিভ্রান্ত করে ফেলে। এছাড়াও মহম্মদ সিরাজ ও নবাগত আকাশ দীপ যথাক্রমে একটি করে উইকেট বোল্ড করে এই রেকর্ডে অবদান রাখেন। গোটা ম্যাচেই ভারতীয় বোলারদের নিখুঁত লাইন ও লেন্থের সামনে ইংল্যান্ডের ব্যাটাররা ছিলেন অসহায়।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই নজির শুধু সংখ্যাতাত্ত্বিকভাবে নয়, মানসিকভাবেও বড় একটা বার্তা দেয়। টেস্ট ক্রিকেটে যেখানে ধৈর্য, টেকনিক ও মানসিক দৃঢ়তা গুরুত্বপূর্ণ, সেখানে এত সংখ্যক ব্যাটার ক্লিন বোল্ড হওয়া ব্যাটিং দুর্বলতা যেমন প্রমাণ করে, তেমনি ভারতীয় বোলিং আক্রমণের উচ্চমানও তুলে ধরে। লর্ডস টেস্টের এই সাফল্য নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক গৌরবময় অধ্যায়।
Indian Cricket Team get 12 clean bowled against England in Lords Test first time in 70 years Historic Feat